নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থীকে সাভার থেকে উদ্ধার করেছে র‌্যাব-৪

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১৭:২৫

ঢাকা, ৩০ জুন, ২০২৫ (বাসস): রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে র‌্যাব-৪। রবিবার (২৯ জুন) রাতে সাভার এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। আইনি কার্যক্রম শেষে তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করেছে র‌্যাব। 

র‌্যাব-৪ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিখোঁজ শিক্ষার্থীর ২৯ জুন এইচএসসি পরীক্ষা ছিল। সকাল ৮টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে মিরপুর সরকারি বাঙলা কলেজে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে রওনা হন। রওনা হওয়ার কিছুক্ষণ পর একজন নারী তার সাথে কথা বলার একপর্যায়ে চেতনানাশক কিছু দ্রব্য তার নাকের সামনে ধরলে, তিনি অজ্ঞান হয়ে যান। পরে আর কিছু মনে করতে পারেননি। জ্ঞান ফিরলে নিজেকে একটি রুমের ভেতরে দেখতে পান সেই শিক্ষার্থী। অজ্ঞাত বাসায় বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর, তিনি সুকৌশলে বাসা থেকে বের হয়ে যান। 

একই সময়ে র‌্যাব সিপিসি-২, সাভারের একটি অভিযানিক দল মেয়েটির সম্ভাব্য অবস্থান সাভার এলাকায় নিশ্চিত করে। পরে র‌্যাবের টহল দল তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

উল্লেখ্য, নিখোঁজ শিক্ষার্থী নির্ধারিত সময়ে বাসায় না ফেরায়, পরিবারের সদস্যরা পরীক্ষাকেন্দ্রে তার খোঁজ নিতে যান। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন যে, ওই দিন নিখোঁজ শিক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হননি। পরে তার পরিবার গুলশান ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সাইবার নিরাপত্তা আইন এখন অনেক সক্রিয় : ফয়েজ আহমদ তৈয়্যব
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু 
মেধাভিত্তিক নিয়োগ হলে নিয়োগপ্রাপ্ত সকলেই দেশের সম্পদ হবে : আসিফ মাহমুদ
রাজধানীর তেজগাঁওয়ে ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ৯ জন গ্রেফতার
আগামীকাল নেত্রকোনায় দুদকের ১৮৩তম গণশুনানি
রাবিতে এডুকেশন ক্লাবের ২ দিনব্যাপী আন্তর্জাতিক গবেষণা সম্মেলন শুরু
অবৈধ মাদকদ্রব্য সীসা বিক্রি : সেলিম প্রধানসহ ৯ জন কারাগারে
শেখ হাসিনা ও তার সহযোগীরা ব্যাংকিং খাতকে ধ্বংস করেছে:  শামসুজ্জামান দুদু
সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়ে অফিসের নতুন সময়সূচি
১০