নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থীকে সাভার থেকে উদ্ধার করেছে র‌্যাব-৪

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১৭:২৫

ঢাকা, ৩০ জুন, ২০২৫ (বাসস): রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে র‌্যাব-৪। রবিবার (২৯ জুন) রাতে সাভার এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। আইনি কার্যক্রম শেষে তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করেছে র‌্যাব। 

র‌্যাব-৪ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিখোঁজ শিক্ষার্থীর ২৯ জুন এইচএসসি পরীক্ষা ছিল। সকাল ৮টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে মিরপুর সরকারি বাঙলা কলেজে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে রওনা হন। রওনা হওয়ার কিছুক্ষণ পর একজন নারী তার সাথে কথা বলার একপর্যায়ে চেতনানাশক কিছু দ্রব্য তার নাকের সামনে ধরলে, তিনি অজ্ঞান হয়ে যান। পরে আর কিছু মনে করতে পারেননি। জ্ঞান ফিরলে নিজেকে একটি রুমের ভেতরে দেখতে পান সেই শিক্ষার্থী। অজ্ঞাত বাসায় বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর, তিনি সুকৌশলে বাসা থেকে বের হয়ে যান। 

একই সময়ে র‌্যাব সিপিসি-২, সাভারের একটি অভিযানিক দল মেয়েটির সম্ভাব্য অবস্থান সাভার এলাকায় নিশ্চিত করে। পরে র‌্যাবের টহল দল তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

উল্লেখ্য, নিখোঁজ শিক্ষার্থী নির্ধারিত সময়ে বাসায় না ফেরায়, পরিবারের সদস্যরা পরীক্ষাকেন্দ্রে তার খোঁজ নিতে যান। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন যে, ওই দিন নিখোঁজ শিক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হননি। পরে তার পরিবার গুলশান ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০