কুমিল্লা, ১৬ জুলাই ২০২৫ (বাসস): গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি অংশ অবরোধ করেছে ছাত্র জনতা। আজ বুধবার বিকাল ৫ টার দিকে এ অবরোধ কর্মসূচি শুরু করে তারা।
এতে দুই পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এর আগে, বিকেল ৪টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরীর আহ্বায়ক আবু রায়হান ফেসবুক পোস্টের মাধ্যমে এ অবরোধের ডাক দেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিকাল ৫টার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া কলেজসহ আশেপাশের শতশত শিক্ষার্থী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি অংশে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। পরে ৬ টার দিকে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ব্লকেড সরাতে বললে শিক্ষার্থীরা ব্লকেড প্রত্যাহার করে নেয়। পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরীর আহ্বায়ক আবু রায়হান বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর সারাদেশ স্বাধীন হলেও গোপালগঞ্জ এখনো স্বাধীন হয়নি। জুলাই যোদ্ধাদের উপর আজ গোপালগঞ্জে হামলা করে আওয়ামী লীগ চরম ধৃষ্টতা দেখিয়েছে। দ্রুত সন্ত্রাসীদের আটক করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।