মাদারীপুর, ১৫ জুলাই ২০২৫ (বাসস): গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা শাখা। আজ বুধবার শহরের লেকেরপাড় এলাকায় পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত করে এ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং তারা বলেন, “গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ না নেয়, তবে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে। “
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা শাখার সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন, “অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে আমরা প্রতিবাদের অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে বিক্ষোভ মিছিল করেছি এবং ভবিষ্যতে বড় পরিসরে কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছি।”
উল্লেখ্য, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ দুপুরে মাদারীপুরে উপস্থিত থাকার কথা ছিল এনসিপির কেন্দ্রীয় নেতাদের। তবে গোপালগঞ্জের ঘটনায় পরিস্থিতির অবনতি হওয়ায় তা স্থগিত করা হয়।