রাঙ্গামাটি, ১৬ জুলাই ২০২৫(বাসস) : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ সমাবেশ ও রোড ব্লক কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় শহরের রাজবাড়ী এলাকা থেকে এনসিপি রাঙ্গামাটি জেলা কমিটির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও রোড ব্লক কর্মসূচি পালিত হয় ।
রাঙ্গামাটি রাজবাড়ী থেকে সন্ধ্যায় জেলা এনসিপি কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা এনসিপির আহবায়ক বিপিন চাকমা, যুগ্ম আহবায়ক মো. জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।