এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ সমাবেশ

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৬:০৬
এনসিপির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। ছবি : বাসস

নড়াইল, ১৭ জুলাই, ২০২৫ (বাসস): গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নেতৃবৃন্দের উপর আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে নড়াইলে পৃথক আয়োজনে জামায়াতে ইসলামী ও ছাত্র-জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  হয়েছে। 

আজ সকাল সাড়ে ৯টায় জেলা জামায়াতের আয়োজনে নড়াইল চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে কোট চত্বর প্রদক্ষিণ করে পুনরায় চৌরাস্তায় এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আমীর  অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু। এসময় জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা নিঃসন্দেহে চরম নিন্দনীয় ও ন্যাক্কারজনক। এ দেশের মানুষের বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ফ্যাসিবাদী শক্তিকে দ্রুত প্রতিহত ও অপসারণ করতে হবে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

একই ঘটনার প্রতিবাদে ছাত্র-জনতার আয়োজনে আজ সকাল সাড়ে ১০টায় নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল আদালত চত্বরে এসে শেষ হয়। 

মিছিল শেষে আদালত চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্য সচিব মো. শাফায়েত উল্লাহ, যুগ্ম সদস্য সচিব ফারহাদ রানা ও সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক আল মামুন ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই গণঅভ্যুত্থানের ১১ মাসেও আওয়ামী আইনজীবীদের সরিয়ে নতুন প্যানেল নিয়োগ দিতে পারেনি দুদক
নারী ফুটবলে ট্রান্সফারে বিশ্ব রেকর্ড অলিভিয়া স্মিথের
ইসির নতুন নীতিমালা : নির্বাচন পর্যবেক্ষক হতে এইচএসসি পাস ও ২১ বছর নির্ধারণ
গণ-অভ্যুত্থানকালে সংঘটিত ঘটনায় ১২টি মামলায় চার্জশিট দেয়া হয়েছে
শহীদ হান্নানের একমাত্র সন্তান কোনোদিন বাবার মুখ দেখবে না
শহীদ জিয়া’র মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’ এর পরিচ্ছন্নতা অভিযান
রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করতে হবে : এ্যানি
রাশিয়া ইউক্রেনকে এক হাজার সেনার মরদেহ হস্তান্তর করেছে
আবার চালু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭৫ জন
১০