নড়াইল, ১৭ জুলাই, ২০২৫ (বাসস): গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নেতৃবৃন্দের উপর আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে নড়াইলে পৃথক আয়োজনে জামায়াতে ইসলামী ও ছাত্র-জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল সাড়ে ৯টায় জেলা জামায়াতের আয়োজনে নড়াইল চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে কোট চত্বর প্রদক্ষিণ করে পুনরায় চৌরাস্তায় এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু। এসময় জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা নিঃসন্দেহে চরম নিন্দনীয় ও ন্যাক্কারজনক। এ দেশের মানুষের বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ফ্যাসিবাদী শক্তিকে দ্রুত প্রতিহত ও অপসারণ করতে হবে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
একই ঘটনার প্রতিবাদে ছাত্র-জনতার আয়োজনে আজ সকাল সাড়ে ১০টায় নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল আদালত চত্বরে এসে শেষ হয়।
মিছিল শেষে আদালত চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্য সচিব মো. শাফায়েত উল্লাহ, যুগ্ম সদস্য সচিব ফারহাদ রানা ও সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক আল মামুন ।