রাজধানীর মতিঝিলে ৫ ডাকাত গ্রেফতার  

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৬:৩৬

ঢাকা, ১৭ জুলাই, ২০২৫ (বাসস): রাজধানীর মতিঝিল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- আব্দুল মান্নান (৩৫), রিয়াদ হোসেন (৩৭), আব্দুল জলিল (৪০), মো. মতিউর রহমান ওরফে মতিন খাঁন ওরফে মতিন চোরা (৩৭), ও পরেশ অধিকারী (৩৫)। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ইংরেজিতে র‌্যাব লেখা দু’টি কালো রঙের কটি, একটি কালো রঙের ওয়াকিটকি ও একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়। 

মঙ্গলবার দিবাগত রাতে মতিঝিল থানাধীন বলাকা চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল থানাধীন বলাকা চত্বর এলাকায় ডাকাতি করার প্রস্তুতিকালে ডিবি-ওয়ারী বিভাগের একটি চৌকস টিম তাদেরকে গ্রেফতার করে। এ ঘটনায় মতিঝিল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ব্যাংক থেকে বড় অংকের টাকা উত্তোলনকৃত গ্রাহককে টার্গেট করতো। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে উত্তোলনকৃত টাকা ডাকাতি করতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারী ফুটবলে ট্রান্সফারে বিশ্ব রেকর্ড অলিভিয়া স্মিথের
গণ-অভ্যুত্থানকালে সংঘটিত ঘটনায় ১২টি মামলায় চার্জশিট দেয়া হয়েছে
শহীদ হান্নানের একমাত্র সন্তান কোনোদিন বাবার মুখ দেখবে না
শহীদ জিয়া’র মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’ এর পরিচ্ছন্নতা অভিযান
রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করতে হবে : এ্যানি
রাশিয়া ইউক্রেনকে এক হাজার সেনার মরদেহ হস্তান্তর করেছে
আবার চালু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭৫ জন
সিরিয়ার দক্ষিণাঞ্চলে সহিংসতায় পাঁচ শতাধিক নিহত হয়েছে : পর্যবেক্ষক সংস্থা
গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩২৮ জন আটক 
১০