চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার সম্মাননা প্রদান করা হবে

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৬:৫৭

ঢাকা, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য স্বীকৃতি ও সম্মাননা প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এই লক্ষ্যে গণঅভ্যুত্থানে যারা সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্ব পালন করেছেন এবং সাহসিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে সত্য তথ্য তুলে ধরেছেন, তাদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রমাণাদিসহ ট্রাস্টের কার্যালয় ১১২, সার্কিট হাউস রোড, ঢাকা বরাবর প্রয়োজনীয় তথ্যাদি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ২০ জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। 

আবেদনের সঙ্গে চব্বিশে জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট প্রকাশিত রিপোর্টের মূল কাটিং বা ভিডিও, দায়িত্ব পালন সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ, আলোকচিত্র (ফটোগ্রাফি), অন্যান্য প্রামাণ্য দলিল ও আক্রান্ত হয়ে থাকলে চিকিৎসাপত্রসহ অন্যান্য প্রমাণাদি জমা দিতে বলা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা : জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান
ভূটানকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
জুলাই গণঅভ্যুত্থানের ১১ মাসেও আওয়ামী আইনজীবীদের সরিয়ে নতুন প্যানেল নিয়োগ দিতে পারেনি দুদক
নারী ফুটবলে ট্রান্সফারে বিশ্ব রেকর্ড অলিভিয়া স্মিথের
ইসির নতুন নীতিমালা : নির্বাচন পর্যবেক্ষক হতে এইচএসসি পাস ও ২১ বছর নির্ধারণ
গণ-অভ্যুত্থানকালে সংঘটিত ঘটনায় ১২টি মামলায় চার্জশিট দেয়া হয়েছে
শহীদ হান্নানের একমাত্র সন্তান কোনোদিন বাবার মুখ দেখবে না
শহীদ জিয়া’র মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’ এর পরিচ্ছন্নতা অভিযান
রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করতে হবে : এ্যানি
রাশিয়া ইউক্রেনকে এক হাজার সেনার মরদেহ হস্তান্তর করেছে
১০