ঢাকা, ১৭ জুলাই, ২০২৫ (বাসস): রাজধানীর যাত্রাবাড়ীতে ৪৮ কেজি গাঁজা ও একটি পিকআপসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-রুবেল (৩০), মো. হেলাল মিয়া (২২) ও মাসুদ রানা (২৫)।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ধোলাইপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ডিবি টিম গোপন সংবাদের মাধ্যমে ধোলাইপাড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
এ ঘটনায় গ্রেফতারকৃদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।