পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে : খেলাফত মজলিস

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ২০:১৬

ঢাকা, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : পতিত ফ্যাসিস্ট-খুনিদের বিরুদ্ধে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, গণঅভ্যুত্থানে পরাজিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির সুযোগে আবারো সংগঠিত হতে শুরু করেছে। বুধবার গোপালগঞ্জে তারা ব্যাপক ধ্বংসাত্মক অপতৎপরতা চালিয়েছে। এদেরকে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই। 

নেতৃবৃন্দ  বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা পদক্ষেপ নিতে ভয় পাচ্ছে কিংবা সমীহ করছে প্রশাসনের এমন কর্মকর্তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই ফ্যাসিবাদী অপশক্তি যাতে দেশের মানুষের জানমালের আর ক্ষতি করতে না পারে সরকারকে সতর্ক হতে হবে। পতিত ফ্যাসিস্ট-খুনীদের বিরুদ্ধে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, সম্প্রতি জঙ্গিবাদের অভিযোগে এমন কয়েকজন ব্যাক্তিত্বকে হেয় করা হয়েছে যারা নিয়মতান্ত্রিক ইসলামী রাজনীতির সাথে জড়িত। উগ্র ও তাকফিরী গোষ্ঠীকে এদেশের আলেম সমাজ বরাবরই প্রত্যাখ্যান করে। ঢালাও অভিযোগের তদন্ত করার পূর্বেই কারো ব্যাপারে এমন গুরুতর অভিযোগ নতুন বাংলাদেশে তাওহীদি জনতা মেনে নিবে না। 

বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতা-সার্বভৌমত্ব নস্যাৎ করার কোন অপচেষ্টা সফল হবে না বলেও নেতৃবৃন্দ উল্লেখ করেন। 

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, সংবিধানে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আকাঙ্ক্ষা ও ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন থাকতে হবে। মূলনীতিতে ‘মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনস্থাপন করতে হবে। নতুন করে যাতে কোন কর্তৃত্ববাদী শাসন আসন গেড়ে বসতে না পারে সে ব্যবস্থা করতে হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কারে নির্বাচনে অর্থ ও পেশী শক্তির দাপট বন্ধে স্থায়ী বন্দোবস্ত থাকতে হবে। ঐকমত্যের ভিত্তিতে এই মাসের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করতে হবে।

বুধবার সন্ধ্যায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী বৈঠকের সভাপতিত্ব করেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাহী বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মাওলানা শায়খুল ইসলাম, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, জিল্লুর রহমান, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, আলহাজ্ব নুর হোসেন, হাফেজ নুরুল হক, আবুল হোসেন, মাওলানা আজিজুল হক, আলহাজ্ব আমির আলী হাওলাদার ও এডভোকেট মাওলানা রফিকুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মতিঝিল সেনা কল্যাণ ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
সৎ মানুষকে দলে অন্তর্ভুক্ত করতে হবে : রুহুল কবির রিজভী
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির বিভিন্ন হলে কর্মসূচি পালন
সবার সম্মিলিত প্রচেষ্টার ফল এই জুলাই বিপ্লব : জান্নাত তাবাসসুম
জামায়াতের সমাবেশ শনিবার 
স্টারলিংক-এর ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে স্পেসএক্স  প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ
বান্দরবানে মাইন বিস্ফোরণে আহত ৬ জনকে বিজিবির সহায়তা
‘জুলাই শহীদ স্মরণে’ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ ও আলোচনা সভা
ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা : জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান
ভূটানকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
১০