মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে কেনাকাটায় দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ২০:২৬

ঢাকা, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে সেবা প্রদানে হয়রানি, কেনাকাটায় দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয় থেকে আজ এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে হাসপাতালের কেনাকাটা বিষয়ক দরপত্র সংক্রান্ত নথিপত্র সংগ্রহের পাশাপাশি সেবার মান যাচাইয়ে ছদ্মবেশে অভিযান চালানো হয়। 

অভিযানকালে দেখা যায়, সিটি স্ক্যানের জন্য প্রয়োজনীয় ওষুধ/সরঞ্জামাদি হাসপাতাল থেকে প্রদান না করে কিছু কর্মচারী তা রোগীদের কাছে অধিক মূল্যে বিক্রয় করেছে। দুদক টিমের জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট টেকনোলজিস্টরা বিষয়টি স্বীকার করেন। একইসঙ্গে, হাসপাতাল চত্বরে দালাল ও বহিরাগতদের সক্রিয় উপস্থিতিও পরিলক্ষিত হয়। 

অভিযানকালে প্রাপ্ত অনিয়মসমূহের বিষয়ে হাসপাতালের পরিচালককে অবহিত করা হয় এবং কমিশনের পক্ষ থেকে সেবার মানোন্নয়ন ও অনিয়ম রোধে সুপারিশ করা হয়। ক্রয় সংক্রান্ত অনিয়মের বিষয়টি অধিকতর যাচাইয়ের লক্ষ্যে নথিপত্র সংগ্রহ করে অভিযানকারী টিম। সংগৃহীত রেকর্ডপত্র বিশ্লেষণপূর্বক আর্থিক অনিয়ম/দুর্নীতি ও সেবা প্রদানে হয়রানির বিষয়ে কমিশনের পরবর্তী সিদ্ধান্ত চেয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

এদিকে মাগুরা ওজোপাডিকো কার্যালয়ে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদানে অতিরিক্ত অর্থ দাবি, গ্রাহকের ব্যবহৃত পরিমাণের অতিরিক্ত ইউনিট দেখিয়ে বিল তৈরি এবং ভুয়া বিল ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাতসহ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুদক ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। 

ছদ্মবেশে অভিযানকালে ওজোপাডিকো অফিসের মধ্যে সেবাগ্রহীতা ব্যতীত বহিরাগত লোক ও দালালের বিচরণ পরিলক্ষিত হয়। অভিযানকালে জানা যায়, নতুন বিদ্যুৎ সংযোগ প্রাপ্তির জন্য সার্ভিস চার্জ বাবদ ৩ হাজার টাকা ব্যাংকের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করতে হয়। এছাড়া গ্রাহককে নিজের টাকায় মিটার কিনতে হয় যার আনুমানিক মূল্য ৫ হাজার থেকে সাড়ে ৬ হাজার টাকা। টিমের কাছে পরিলক্ষিত হয় যে ওজোপাডিকো অফিসের মধ্যে অবস্থানরত দালালরা গ্রাহকের কাছ থেকে এককালীন ১১/১২ হাজার টাকা নিয়ে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করে থাকেন। অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মতিঝিল সেনা কল্যাণ ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
সৎ মানুষকে দলে অন্তর্ভুক্ত করতে হবে : রুহুল কবির রিজভী
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির বিভিন্ন হলে কর্মসূচি পালন
সবার সম্মিলিত প্রচেষ্টার ফল এই জুলাই বিপ্লব : জান্নাত তাবাসসুম
জামায়াতের সমাবেশ শনিবার 
স্টারলিংক-এর ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে স্পেসএক্স  প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ
বান্দরবানে মাইন বিস্ফোরণে আহত ৬ জনকে বিজিবির সহায়তা
‘জুলাই শহীদ স্মরণে’ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ ও আলোচনা সভা
ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা : জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান
ভূটানকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
১০