ঢাকা, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) উদ্যোগে জুলাই অভ্যুত্থানের তাৎপর্য নিয়ে স্মৃতিচারণ ও যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও জাতীয় সংগীত বাজানোর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। পরে জুলাই অভুত্থানে আহত যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং একটি ভিডিও পেজেন্টেশনে মাধ্যমে গণঅভ্যুত্থানের স্মৃতিময় দিনগুলো স্মরণ করা হয়।
সিএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফের সভাপতিত্বে নার্সিং অনুষদের ডিন ও জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর সদস্য সচিব ডা. মেহেরুন্নিছা খানমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী, ডা. এ কে এম ফজলুল হক, একাডেমিক কাউন্সিল সদস্য ডা. তমিজ উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. জসিম উদ্দিন, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুদ করিম, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. অজয় দেব, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রহিমউল্লাহ চৌধুরী, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন ডা. মো. ইব্রাহীম চৌধুরী।
বক্তারা বলেন, জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বিপ্লব দেশের রাষ্ট্র পরিচালনায় নতুন দিগন্ত উন্মোচন করে। শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস।
জুলাই যোদ্ধাদের ১২ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এদের মধ্য ডাক্তার, নার্স, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা রয়েছে।
অনুষ্ঠানে বিআইটিআইডির শিক্ষক, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ, চমেবির কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. ময়নাল হোসেন, নির্বাহী প্রকৌশলী ইঞ্জি. ফরহাদ রশীদ, সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) মো. আলাউদ্দিন, সহকারী পরিচালক (অর্থ) মো. মিছবাহ ইবনে হাকীমসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।