নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও ফরম বিতরণ

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৫:৩৮
ছবি: বাসস

নারায়ণগঞ্জ, ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন ফরম বিতরণ করা হয়েছে।

বন্দর থানার আওতাধীন ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

নবীগঞ্জ কদম রসুল কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেসময় আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম ২৪ নম্বর ওয়ার্ড নেতাদের হাতে তুলে দেন মহানগর বিএনপি’র নেতারা।

স্থানীয় বিএনপির সভাপতি হাজী মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাজী জাবেদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদস্য এডভোকেট রফিক আহমেদ, মাসুদ রানা এবং বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, সোহেল খান বাবু, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু প্রমুখ।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সিলেটে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত
ডিবি পরিচয়ে ৩০ লাখ টাকা ছিনতাইয়ের মূলহোতা জাকির রিমান্ডে
জুলাই শহীদদের স্মরণে ঢাকায় এবি পার্টির প্রতীকী কফিন মার্চ 
আগামীকাল কক্সবাজার থেকে পাঁচ জেলায় পদযাত্রা শুরু করবে এনসিপি
দ্রুত নির্বাচন না দিলে দেশে শান্তি ফিরবে না: মির্জা আব্বাস
শ্রীলঙ্কার প্যান এশিয়া ব্যাংকিং কর্পোরেশন কর্মকর্তাদের সম্মাননা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক
উন্নয়ন টেকসই করতে ভালো অর্থনৈতিক অনুশীলন বজায় রাখার আহ্বান বাণিজ্য উপদেষ্টার
ঝিনাইদহ সীমান্তে স্বর্ণের বার জব্দ 
দ্বিতীয় প্রান্তিকে ৪৫ শতাংশ বেশি মুনাফা করেছে নেটফ্লিক্স 
জুলাই গণ-অভ্যুত্থান উদযাপনে রাজশাহীতে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত
১০