বোটানিক্যাল গার্ডেনে ৬৯ পাখি ও ২ কচ্ছপ অবমুক্ত 

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৭:২২ আপডেট: : ১৮ জুলাই ২০২৫, ১৮:৩১
বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট শুক্রবার রাজধানীর মিরপুর-১ এলাকায় পাখির হাটে পরিচালিত অভিযানে ৬৯টি পাখি এবং দুইটি কচ্ছপ উদ্ধার করে। ছবি: বাসস

ঢাকা, ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : বন্যপ্রাণী সুরক্ষা আইন বাস্তবায়নে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট রাজধানীর মিরপুর-১ এলাকায় পাখির হাটে একটি অভিযান পরিচালনা করেছে।

আজ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে মোট ৬৯টি পাখি এবং দুইটি কচ্ছপ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পাখিগুলোর মধ্যে রয়েছে- ৪৯টি টিয়া, তিনটি হরিয়াল ও ঘুঘু, দশটি মুনিয়া এবং পাঁচটি শালিক। এছাড়া উদ্ধার করা হয়েছে দুইটি কচ্ছপ। অভিযান শেষে পাখিগুলো মিরপুর বোটানিক্যাল গার্ডেনে এবং কচ্ছপগুলো গার্ডেনের পুকুরে অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট জানায়, পাখি এবং অন্যান্য বন্যপ্রাণী বিক্রি ও খাঁচাবন্দি রাখা বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। জনসচেতনতা বাড়ানো এবং অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে।

বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী জানান, প্রকৃতিতে বন্যপ্রাণীর স্বাধীন বিচরণই তাদের প্রাকৃতিক অধিকার। শহরের পাখির হাটগুলোতে যেভাবে অসংখ্য বন্য প্রাণী খাঁচায় বন্দি হয়ে বিক্রি হচ্ছে, তা শুধু বেআইনি নয়, নিষ্ঠুরও বটে। তিনি জানান, উদ্ধারকৃত প্রাণীগুলো প্রাথমিক পর্যবেক্ষণ শেষে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

বন অধিদপ্তর সকল নাগরিককে বন্যপ্রাণী কেনাবেচা ও খাঁচায় পোষা থেকে বিরত থাকতে এবং এ ধরনের বেআইনি কার্যকলাপের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সিলেটে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত
ডিবি পরিচয়ে ৩০ লাখ টাকা ছিনতাইয়ের মূলহোতা জাকির রিমান্ডে
জুলাই শহীদদের স্মরণে ঢাকায় এবি পার্টির প্রতীকী কফিন মার্চ 
আগামীকাল কক্সবাজার থেকে পাঁচ জেলায় পদযাত্রা শুরু করবে এনসিপি
দ্রুত নির্বাচন না দিলে দেশে শান্তি ফিরবে না: মির্জা আব্বাস
শ্রীলঙ্কার প্যান এশিয়া ব্যাংকিং কর্পোরেশন কর্মকর্তাদের সম্মাননা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক
উন্নয়ন টেকসই করতে ভালো অর্থনৈতিক অনুশীলন বজায় রাখার আহ্বান বাণিজ্য উপদেষ্টার
ঝিনাইদহ সীমান্তে স্বর্ণের বার জব্দ 
দ্বিতীয় প্রান্তিকে ৪৫ শতাংশ বেশি মুনাফা করেছে নেটফ্লিক্স 
জুলাই গণ-অভ্যুত্থান উদযাপনে রাজশাহীতে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত
১০