রাজশাহী, ১৮ জুলাই, ২০২৫ (বাসস): রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনাসহ বিভিন্ন অপরাধে মোট ২৯ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের মধ্যে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আটক পংকজ কুমার (৩২), আমিনুল হক রাসেল (৪০), রফিকুল ইসলাম রকি (৪১) ও মেহেদী হাসান নাহিদ (১৭)। এছাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে আরো ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার (১৮ জুলাই) আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটককৃতরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ও মহানগর এলাকার বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এরমধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১০ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ৪ জন এবং অন্যান্য মামলায় ১১ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।