তারেক রহমানের ৩১ দফার আলোকে বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানালেন হাবিব

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৯:২৮ আপডেট: : ১৮ জুলাই ২০২৫, ১৯:৩৪
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব আজ সাতক্ষীরার তালার তেতুলিয়া ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড সম্মেলনে বক্তব্য দেন। ছবি : বাসস

সাতক্ষীরা, ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : সাতক্ষীরার তালার তেতুলিয়া ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে আয়োজিত সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আলোকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শুক্রবার সকালে ইউনিয়ন বিএনপি আয়োজিত নওয়াপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

হাবিব বলেন, বিগত দিনে রাজপথে থেকে যারা আন্দোলন সংগ্রাম ত্বরান্বিত করেছে, যারা জেল খেটেছে, যারা স্বৈরাচারের সাথে লড়াই করেছে তাদের মতো যোগ্যদেরকে বিবেচনায় এনে সে সমস্ত পরীক্ষিত সৈনিকদের নিয়ে কমিটি গঠন করতে হবে। তিনি এসময় আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে দলীয় নেতা-কর্মীদের সকলকে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানান।

তেতুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার আবুল হোসেনের সভাপতিত্বে ও তালা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়নের সাবেক সভাপতি আবুল কালাম প্রমুখ।

সম্মেলনে বিনা প্রতিদ্বন্ধিতায় ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে আব্দুল মতিন, সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক পদে রবিউল ইসলাম নির্বাচিত হন। ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে সামজেদ হোসেন, শাহিনুর রহমান ও রবিউল ইসলাম। উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিক্তিতে উভয় ওয়ার্ডের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক এমপি মান্নানের মৃত্যুতে তারেক রহমানের শোক
গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩৭৪ আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা এবং আহত বীরদের সম্মাননা 
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে : সালাহউদ্দিন
একাত্তর এবং চব্বিশ উভয়কে ধারণ করলেই কেবল জাতীয় ঐক্য অর্থবহ হবে : খুলনা বিএনপি
চট্টগ্রামে বহুতল ভবন থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে শেরপুরে কৃষক দলের বিক্ষোভ
প্রশাসন, আইন ও নির্বাচন কমিশন অবশ্যই সংস্কার করতে হবে : ইসলামী আন্দোলন
হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো প্রদর্শনী
মিশন খোলার লক্ষ্যে বাংলাদেশ ও ইউএনএইচআর-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
১০