ডিবি পরিচয়ে ৩০ লাখ টাকা ছিনতাইয়ের মূলহোতা জাকির রিমান্ডে

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ২১:০০

ঢাকা, ১৮ জুলাই, ২০২৫ (বাসস): রাজধানীর মতিঝিলে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৩০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার মূলহোতা জাকির হোসেনের (৪৫) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মতিঝিল থানার এসআই জাহাঙ্গীর আলম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে জাকিরকে গ্রেফতার করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৬ জুন দুপুরে ওয়ারীর নবাবপুর থেকে স্কুটিতে নগদ ৩০ লাখ টাকা নিয়ে মতিঝিল সিটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন খলিল মিয়া ও ইব্রাহীম হোসেন রিফাত। বেলা পৌনে ১টার দিকে তারা মতিঝিলের ঘরোয়া হোটেলের সামনে পৌঁছালে ছয়-সাত জন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডিবি লেখা একটি মাইক্রোবাসে তাদের জোর করে তুলে নেয়। পরে খলিল ও রিফাতকে মারধর ও অস্ত্রের মুখে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। টাকা ছিনিয়ে নেওয়ার পর তাদের হাত-পা বেঁধে যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকার একটি ময়লার ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমেস্থানীয় প্রো-অ্যাকটিভ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সাইদুল ইসলাম মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে উত্তরায় প্রস্তুতি মিছিল
সাবেক এমপি মান্নানের মৃত্যুতে তারেক রহমানের শোক
গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩৭৪ আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা এবং আহত বীরদের সম্মাননা 
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে : সালাহউদ্দিন
একাত্তর এবং চব্বিশ উভয়কে ধারণ করলেই কেবল জাতীয় ঐক্য অর্থবহ হবে : খুলনা বিএনপি
চট্টগ্রামে বহুতল ভবন থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে শেরপুরে কৃষক দলের বিক্ষোভ
প্রশাসন, আইন ও নির্বাচন কমিশন অবশ্যই সংস্কার করতে হবে : ইসলামী আন্দোলন
হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো প্রদর্শনী
১০