জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা এবং আহত বীরদের সম্মাননা 

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ২২:৪৪ আপডেট: : ১৯ জুলাই ২০২৫, ০০:০৮
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ আজ চট্টগ্রাম সমিতি-ঢাকা আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ‍উপস্থিত ছিলেন। ছবি : বাসস

ঢাকা (উত্তরা), ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম সমিতি-ঢাকার আজীবন সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, বাংলাদেশের ইতিহাসে জুলাই বিপ্লব সবচেয়ে ইনক্লুসিভ ও বিস্তৃত গণআন্দোলন।

চট্টগ্রাম সমিতি-ঢাকা আয়োজিত ‘জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা এবং আহত বীরদের সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।

হামিদুর রহমান আযাদ শহীদ আবু সাঈদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ স্মরণ করে বলেন, আবু সাঈদ বুক পেতে গুলির সামনে দাঁড়িয়ে গোটা জাতিকে এই বার্তা দিয়ে গেছেন। আমরা জীবনকে ভয় করি না- জনগণের অধিকার রক্ষার লড়াই থেকে পিছিয়ে যাব না।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ যুগ্ম মহাসচিব, আল্লামা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক হুম্মাম কাদের চৌধুরী, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবদুল মোমেন চৌধুরী।

মামুনুল হক বলেন, আমাদের জুলাইয়ের আদর্শকে ধরে রাখতে হবে। এটা আমাদের ইমানের সাথে সম্পর্কিত। এই বিপ্লবকে জীবন দিয়ে রক্ষা করতে হবে। 

আয়োজনে উপস্থিতি ছিলেন চট্টগ্রাম সমিতির যুগ্ম আহ্বায়ক ও বিএনপি নেতা নাসির উদ্দীন মিজান, অ্যাডভোকেট নাজিম উদ্দীন ও এম এ হাসেম রাজু।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ২৪ জুলাইয়ের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এই বিপ্লবের চেতনা গণতন্ত্র, ন্যায়বিচার ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহাখালী পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
আরএমপির তিন থানায় নতুন ওসি 
নওগাঁয় পানিতে ডুবে কিশোরের মৃত্যু
অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত 
লজিস্টিকস খাতে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে এনএসডিএ’র স্টেকহোল্ডার কনসালটেশন
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পরিবেশ অধিদপ্তরের একাধিক অভিযানে জরিমানা ও সতর্কবার্তা
হাওড় অঞ্চলের প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করার তাগিদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার
নির্বাচন কমিশন যথাযথভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : নজরুল ইসলাম খান
মুন্সীগঞ্জে যৌথ অভিযানে অবৈধ কসমেটিক পণ্য জব্দ
১০