চট্টগ্রাম বিমানবন্দরে বিদেশি সিগারেট ও মোবাইল ফোন জব্দ

বাসস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৮:১৬
বিদেশি সিগারেট ও মোবাইল ফোন জব্দ। ছবি : বাসস

চট্টগ্রাম, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা তিন যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ৫৭০ কার্টন বিদেশি সিগারেট ও ৩০টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।

শনিবার (১৯ জুলাই) বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, শুক্রবার  রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহ হওয়ায় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস এর সদস্যরা তাদের আটক করে এসব পণ্য জব্দ করে।

আটককৃতরা হলেন-চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মোহাম্মদ শাহ্ আলম ও মো. আরফান এবং মীরসরাই উপজেলার জোরারগঞ্জের আশরাফুল ইসলাম।

জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, দুবাই থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪৪ ফ্লাইটের তিন যাত্রীকে ইমিগ্রেশনের কার্যক্রম শেষে সন্দেহ হওয়ায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আমদানি নিষিদ্ধ ৫৭০ কার্টন বিদেশি সিগারেট এবং অনুমোদিত সীমার চেয়ে বেশি পণ্য পরিবহন করায় ৩০টি মোবাইল সেট জব্দ করা হয়।

তিনি জানান, তিন যাত্রী নিয়মিত ব্যাগেজ পার্টির মালামাল পরিবহন করে। তাদের পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে আইনের আশ্রয় নেয়া হবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহাখালী পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
আরএমপির তিন থানায় নতুন ওসি 
নওগাঁয় পানিতে ডুবে কিশোরের মৃত্যু
অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত 
লজিস্টিকস খাতে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে এনএসডিএ’র স্টেকহোল্ডার কনসালটেশন
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পরিবেশ অধিদপ্তরের একাধিক অভিযানে জরিমানা ও সতর্কবার্তা
হাওড় অঞ্চলের প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করার তাগিদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার
নির্বাচন কমিশন যথাযথভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : নজরুল ইসলাম খান
মুন্সীগঞ্জে যৌথ অভিযানে অবৈধ কসমেটিক পণ্য জব্দ
১০