চট্টগ্রাম বিমানবন্দরে বিদেশি সিগারেট ও মোবাইল ফোন জব্দ

বাসস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৮:১৬
বিদেশি সিগারেট ও মোবাইল ফোন জব্দ। ছবি : বাসস

চট্টগ্রাম, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা তিন যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ৫৭০ কার্টন বিদেশি সিগারেট ও ৩০টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।

শনিবার (১৯ জুলাই) বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, শুক্রবার  রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহ হওয়ায় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস এর সদস্যরা তাদের আটক করে এসব পণ্য জব্দ করে।

আটককৃতরা হলেন-চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মোহাম্মদ শাহ্ আলম ও মো. আরফান এবং মীরসরাই উপজেলার জোরারগঞ্জের আশরাফুল ইসলাম।

জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, দুবাই থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪৪ ফ্লাইটের তিন যাত্রীকে ইমিগ্রেশনের কার্যক্রম শেষে সন্দেহ হওয়ায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আমদানি নিষিদ্ধ ৫৭০ কার্টন বিদেশি সিগারেট এবং অনুমোদিত সীমার চেয়ে বেশি পণ্য পরিবহন করায় ৩০টি মোবাইল সেট জব্দ করা হয়।

তিনি জানান, তিন যাত্রী নিয়মিত ব্যাগেজ পার্টির মালামাল পরিবহন করে। তাদের পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে আইনের আশ্রয় নেয়া হবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পর্যটন মৌসুমে কুয়াকাটা ও কক্সবাজার সৈকত পরিচ্ছন্ন রাখতে নির্দেশ পরিবেশ উপদেষ্টার
মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি, ভোগান্তিতে হাজারো ভ্রমণকারী
ভিয়েতনামের হা লং উপসাগরে পর্যটকবাহী নৌকা ডুবে ১৮ জন নিহত
প্রথম বিভাগ দাবা লিগে ষষ্ঠ রাউন্ড শেষে ইসফট এরিনা শীর্ষে
শ্রীলংকাকে ৫-০ গোলে পরাজিত করে সবার উপরে বাংলাদেশ
হাসপাতালে জামায়াতের আমির, দেখতে গেলেন মির্জা ফখরুল
বিএমপি'র আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে এমটি রয়্যালস চ্যাম্পিয়ন
স্টারলিংক দ্রুত চালু করায় সরকারের প্রশংসা করেছেন ড্রেয়ার
আমরা পাকিস্তানের দুর্বলতা এবং শক্তি সম্পর্কে জানি : লিটন
নেত্রকোনায় হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত 
১০