লালমোহনে নৌবাহিনীর অভিযানে আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৬:১৫ আপডেট: : ২০ জুলাই ২০২৫, ১৬:৩০
উদ্ধারকৃত বিপুল পরিমাণ কারেন্ট জাল। ছবি : আইএসপিআর

ভোলা, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ নৌবাহিনী ভোলার লালমোহনে অভিযান চালিয়ে আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ করেছে। 

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোলার লালমোহন বাজার মসজিদ সংলগ্ন রোডের পাশে ৫টি অবৈধ জালের গুদামে অভিযান চালায় নৌবাহিনী। 

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 
এতে বলা হয়, অভিযানে প্রায় ২ লাখ ২৭ হাজার ৮শ মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।

অভিযানকালে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং লালমোহন থানার প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

জব্দকৃত জালসমূহ ভোলা সদর প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নৌবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তেল-গ্যাস অনুসন্ধানে অফশোর ড্রিলিং ব্যাপক সম্প্রসারণের পরিকল্পনা ট্রাম্পের
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি ৪৩৬ জন
ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা, আহতদের পাশে থাকবে বিএনপি : তারেক রহমান
নারী আইপিএল নিলামের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের তিন ক্রিকেটার
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ
নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার
স্টার্ক-স্টোকসের বিধ্বংসী বোলিংয়ের অ্যাশেজের প্রথম দিন ১৯ উইকেট পতন
সাকিবের রেকর্ড স্পর্শ করলেন তাইজুল
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
১০