ফতুল্লা থানার সাবেক ওসি হাছান আলীর দুই বছরের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৮:৪০

ঢাকা, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ফতুল্লা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাছান আলীর দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি বিশেষ জজ আদালত।

অপর দিকে তার স্ত্রী মোছা. কামরুন্নাহার রুবির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস প্রদান করেন আদালত।

ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের আদালত আজ এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তার ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরো তিন মাসের কারাভোগ করতে হবে।

মামলার এজাহারে বলা হয়, ১৯৯৭ সাল থেকে ২০১২ সালের ২৬ ডিসেম্বর পর্যন্ত ওসি মো. হাসান আলী মোট ১৩ লাখ ৯১ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। তাকে সম্পদ বিবরণী জমা দিতে বলা হলে তিনি এই পরিমাণ সম্পদের তথ্য গোপন করেন। তার বিরুদ্ধে ২০০৪ সালে দুদক আইন ২৭(১) ধারায় মামলা করা হয়েছে।  ২০১৪ সালের ১১ সেপ্টেম্বর রাজধানীর রমনা থানায় দুদকের সহকারী পরিচালক মো. হেলালউদ্দিন শরীফ বাদী হয়ে মামলাটি করেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীর মোহনপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
ডাকসু নির্বাচন সংক্রান্ত মামলা আজ আপিল বিভাগে কার্যতালিকার এক নম্বরে
মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় প্রভাষক নিহত
রাজশাহীতে কনস্টেবলদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ
রাজধানীতে বিভিন্ন অপরাধে ৫০ জন গ্রেফতার 
খুলনায় রেণু পোনা ব্যবহার ও ভেজাল চিংড়ি প্রতিরোধে মতবিনিময়
নৌপরিবহন উপদেষ্টার সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আগা খান পদক বিজয়ী মেরিনা তাবাসসুমকে সংস্কৃতি উপদেষ্টার অভিনন্দন
দ্বিতীয়বার আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড পাওয়ায় মেরিনা তাবাসসুমকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
১০