বিমান দুর্ঘটনার পর তারেক রহমানের ব্যতিক্রমী রাজনৈতিক পদক্ষেপ

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৫:১৩
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । ছবি : সংগৃহীত

ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক হতাহতের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ কিছু ব্যতিক্রমী রাজনৈতিক পদক্ষেপ নিয়েছেন।

সোমবার রাতে তিনি এসব সিদ্ধান্ত নেন। পরে সেগুলো তাৎক্ষণিকভাবে বাস্তবায়নও করা হয়। 

পদক্ষেপগুলো হলো, জাতীয়তাবাদী কৃষক দলের পূর্বনির্ধারিত র‌্যালি বাতিল; মহিলা দলের 'ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান' শীর্ষক অনুষ্ঠান বাতিল; জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে পেশাজীবীদের অবদান নিয়ে আলোচনা সভায় দলের সাংগীতিক পরিবেশনা পরিহার এবং আলোচনা সভায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অন্তর্ভুক্তি।

এছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামকে তারেক রহমান নির্দেশ দেন, একটি উদ্ধারকারী টিম ও অ্যাম্বুলেন্সের বহর নিয়ে দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে।

লন্ডন থেকে সরাসরি পরিস্থিতির তদারকি করছেন তারেক রহমান। তিনি সার্বক্ষণিকভাবে উদ্ধার অভিযান ও চিকিৎসা কার্যক্রমের আপডেট নিচ্ছেন।

এছাড়াও তিনি জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে নিহত ও আহত পরিবারের পাশে থাকার নির্দেশ দেন। আহতদের জন্য রক্তদানে দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতিও আহ্বান জানান।

স্থায়ী কমিটির শোক ও সহমর্মিতা :

সোমবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় নিহত ছাত্র-ছাত্রী ও পাইলটের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের আশু আরোগ্য কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মতা প্রকাশ করা হয়।

দলের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন তারেক রহমান।

চিকিৎসা কার্যক্রমে দলীয় মনিটরিং :

দুর্ঘটনোত্তর চিকিৎসা, পুনর্বাসন ও সহায়তা কার্যক্রমে সমন্বয়কারী হিসেবে দলের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর (পাভেল)-কে দায়িত্ব দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০