মাইলস্টোন স্কুলে হতাহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত বিএনপি’র

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৫:৪৫
মঙ্গলবার নয়া পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে অংশ নিয়ে দলের নেতা-কর্মীরা শিশু-কিশোর শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনা করেন। ছবি: ভিডিও স্ক্রিনশট, বিএনপি’র ফেসবুক পেজ

ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : উত্তরায় মাইলস্টোন স্কুলে হতাহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ মঙ্গলবার সকালে নয়া পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় আয়োজিত এই বিশেষ দোয়া মাহফিলে অংশ নিয়ে দলের নেতা-কর্মীরা শিশু-কিশোর শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনা করেন।

রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে ভোরে বিএনপি’র কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। দলের নেতা-কর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করে।

সকালে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে কার্যালয়ের সামনে আহতদের জন্য রক্তদান কর্মসূচি শুরু হয়েছে। যুবদলসহ দলের নেতা-কর্মীরা আহতদের জন্য রক্ত দিচ্ছেন।

বিশেষ দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নিহত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনা করেন।

তিনি বলেন, ‘আমরা সবাই শোকাহত। এই ঘটনায় সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নাই। মৃত্যু মনে হয় ২৭ ছাঁড়িয়েছে। যারা বেঁচে থাকবে, তারাও সুস্থ জীবন যাপন করতে পারবে না। যেই শিশুরা মরে গেলো, ওদের মা-বাবার চোখের জল কী দিয়ে পূরণ করব?’

তিনি আরো বলেন, ‘আমরা সারাদেশে শোক পালন করছি, আমরা মাসব্যাপী, বছরব্যাপীও যদি শোক পালন করি, তাহলেও আমরা তো তাদের আর ফেরত পাবো না। আমরা অন্তরের অন্তরস্থল থেকে সারা দেশবাসী ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তাদের আত্মা শান্তি কামনা করি। সৃষ্টিকর্তা তাদের শোকসন্তপ্ত মা-বাবাকে শোক সহ্য করার শক্তি দিন।’

দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, জাসাস-এর হেলাল খান, জাকির হোসেন রোকন ও ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল কুমিল্লায় এনসিপির পদযাত্রা ও সমাবেশ
কারিগরি বোর্ডের ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত
বিসিএস পরীক্ষায় অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পিএসসি
মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর শোক
পাকিস্তানের লজ্জার রেকর্ড
বাংলাদেশের জয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন
প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত
বিমান দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে বিপিএসএ
মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কুয়েতের শোক প্রকাশ
১০