ডিএসসিসিতে রিকশাচালকদের জন্য ই-রিকশা প্রশিক্ষণের উদ্বোধন 

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৬:০৮

ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস): ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় তিনচাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশাচালকদের জন্য আজ ই-রিকশা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

নগরভবন অডিটোরিয়ামে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ডিএসসিসি’র প্রশাসক মো. শাহজাহান মিয়া।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিবহন বিভাগের ব্যবস্থাপনায় প্রথম পর্যায়ে ২২ থেকে ৩১ জুলাই পর্যন্ত পাঁচটি আঞ্চলিক কার্যালয়ের সংশ্লিষ্ট কমিউনিটি সেন্টারে ই-রিকশা প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ পরিচালনার জন্য ১৫০ জন প্রশিক্ষককে নিযুক্ত করা হয়েছে, যারা পর্যায়ক্রমে অক্টোবর মাস পর্যন্ত বিভিন্ন ধাপে-ধাপে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন। প্রথম পর্যায়ে মোট ৪ হাজার ৫০০ জন রিকশাচালককে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণার্থী রিকশাচালকদের সম্মানী ও খাবারের ব্যবস্থা থাকবে।

উদ্বোধনকালে ডিএসসিসি’র প্রশাসক শাহজাহান মিয়া বলেন, অনিয়ন্ত্রিত ও অনিরাপদ ব্যাটারিচালিত রিকশা চলাচলের জন্য নগরজীবন যানজটের কবলে পড়ে স্থবির ও নাগরিকদের স্বাভাবিক কর্মকাণ্ড ঝুঁকির মধ্যে পড়েছে। সরকার ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ই-রিকশা চলাচলের উদ্যোগ নিয়েছে যার ফলে যানজট নিরসনের পাশাপাশি অপ্রত্যাশিত দুর্ঘটনা থেকে নগরবাসী রক্ষা পাবে।

মাত্র ৫০ টাকার বিনিময়ে প্রশিক্ষণ গ্রহণকারী রিকশাচালকগণ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হবেন উল্লেখ করে প্রশাসক বলেন, পর্যায়ক্রমে ই-রিকশা খাতকে শৃঙ্খলার মধ্যে আনা হবে।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম ও মহা-ব্যবস্থাপক(পরিবহন) মোহাম্মদ নাছিম আহমেদ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০