সিএমপি কমিশনারের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৬:৫৭
মঙ্গলবার দুপুরে নগর পুলিশের সদর দপ্তরে সিএমপি কমিশনার হাসিব আজিজ বিপিএমের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বিপিএমের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগর পুলিশের সদর দপ্তরে এ সাক্ষাৎ হয়।

অস্ট্রেলিয়ার নৌবাহিনীর কমান্ডার গ্লেন সাফোকের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলটিকে সিএমপি কমিশনার স্বাগত জানান। অস্ট্রেলিয়া সরকারের সঙ্কট প্রস্তুতি ও নিশ্চয়তা দল (সিপিএটি) কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধি দলটি চট্টগ্রাম সফরে এসেছে।

সাক্ষাতে চট্টগ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক নিরাপত্তা এবং সঙ্কটকালীন বিদেশি নাগরিকদের সহায়তা নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। সিএমপি কমিশনার অস্ট্রেলিয়ান নাগরিকদের সুরক্ষায় নগর পুলিশের প্রস্তুতি ও সক্ষমতার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মাহমুদা বেগমসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরাও আলোচনায় অংশ নেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল কুমিল্লায় এনসিপির পদযাত্রা ও সমাবেশ
কারিগরি বোর্ডের ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত
বিসিএস পরীক্ষায় অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পিএসসি
মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর শোক
পাকিস্তানের লজ্জার রেকর্ড
বাংলাদেশের জয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন
প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত
বিমান দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে বিপিএসএ
মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কুয়েতের শোক প্রকাশ
১০