আর কোনো স্বপ্ন যেন অকালে ঝরে না যায়: রিজভী

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৬:৫৯ আপডেট: : ২২ জুলাই ২০২৫, ১৭:১৭
বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের জন্য নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের রক্তদান কর্মসূচিতে সাংবাদিকদের সাথে কথা বলেন। ছবি : বাসস

ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আর কোনো স্বপ্ন যেন অকালে ঝরে না যায়। এ বিষয়ে রাষ্ট্রকে নিশ্চিয়তা দিতে হবে।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের জন্য আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের রক্তদান কর্মসূচিতে তিনি আজ এসব কথা বলেন।

একই সঙ্গে শিশু হারানো পরিবারের পাশে দাঁড়ানো এবং ঝলসে যাওয়ারা যতদিন বেঁচে থাকবে ততদিন রাষ্ট্রকে তাদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন এই বিএনপি নেতা।

রিজভী বলেন, মানুষের চোখ নয়, মানুষের হৃদয়কে কাঁদাচ্ছে গতকালের ঘটনা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে, একটি উচ্চপর্যায়ের তদন্ত টিম করে আসল সত্য খুঁজে বের করা।

সবাইকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, সবাই যদি যত্নবান হতো, দায়িত্ববান হতো, দায়িত্বে অবহেলা না করতো, তাহলে কিন্তু অনেক দুর্ঘটনা রোধ করা যায়।

রক্তদানের মতো মহৎ কর্মসূচি আয়োজনের জন্য তিনি যুবদলের নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানান।

এসময় বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নরুল ইসলাম নয়নসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০