বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় বিএসপিপি’র শোক

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৮:০২

ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন ও  সদস্য সচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী।

আজ মঙ্গলবার এক শোকবার্তায় বিএসপিপি নেতৃদ্বয় বলেন, উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের মর্মান্তিক সংবাদে আমরা গভীরভাবে শোকাহত। 

তারা আরো বলেন, যে পরিবারগুলো তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর দরবারে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং এই দুর্ঘটনা যেন আর কোনো পরিবারকে কষ্ট না দেয়— এই প্রার্থনা করছি।

শোক বার্তায়, নেতৃদ্বয় আহতদের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাওয়ার এবং দর্শনার্থী ও শুভাকাঙ্ক্ষীদের হাসপাতালে ভিড় না জমানোর আহ্বান জানান।

এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে পেশাজীবীদের শীর্ষ এই দুই নেতা এই বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং এর প্রতিকারে উদ্যোগ নিতে হবে। 

এমন দুর্ঘটনা আমাদের সকলের জন্য বেদনাদায়ক উল্লেখ করে বিএসপিপি নেতারা বলেন, আমরা এভাবে আর কোনো মৃত্যু দেখতে চাই না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এ ধরনের দুর্ঘটনা এড়াতে আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০