ঢাকা, ২২ জুলাই ২০২৫ (বাসস) : ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ময়মনসিংহ-৯ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খানসহ (তুহিন) ১৪ জনের বিরুদ্ধে একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। দুদকের ময়মনসিংহের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বুলু মিয়া বাদী হয়ে মামলাটি করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, পরস্পর যোগসাজেশ ও জাল জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া প্রকল্প দেখিয়ে ৮৩৫ মেট্রিক টন জিআর চাল যার মূল্য ২ কোটি ৮৭ লাখ টাকা আত্মসাৎ করেছে। যা শাস্তিযোগ্য অপরাধ।