পলিথিন বিরোধী অভিযানে ৭টি মামলা,  ৫৮৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৯:২১

ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস): বরিশাল, যশোর ও চাঁদপুর জেলায় নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

আজ পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে এসব অভিযানে ৭টি মামলার মাধ্যমে মোট ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানকালে ৫৮৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এছাড়া, কয়েকটি সুপারশপসহ বিভিন্ন দোকানে নিষিদ্ধ পলিথিন পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা এবং সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

এসময় সাধারণ ব্যবসায়ী ও জনগণকে পলিথিন ব্যবহার না করার বিষয়ে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর থেকে এ পর্যন্ত সারা দেশে পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে ৪৯২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৯২৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করে মোট ৬৮ লাখ  ৫৯ হাজার ১০০ টাকা আদায় করা হয় এবং আনুমানিক ২ লক্ষ ৫১ হাজার ৩৭২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এছাড়াও ১৬টি পলিথিন উৎপাদনকারী কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ রক্ষায় দেশব্যাপী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় জনসচেতনতা ও আইন প্রয়োগ একযোগে কার্যকর করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কবি আল মাহমুদের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দেশবাসীকে ধৈর্য ধরার ও কোনো অপতথ্য বিশ্বাস না করার আহবান বিমান বাহিনী প্রধানের
বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের পরিবারের পক্ষে আহত ও নিহতদের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য আরও বেশি দৃশ্যমান করতে হবে : প্রধান উপদেষ্টা
আগামীকাল কুমিল্লায় এনসিপির পদযাত্রা ও সমাবেশ
কারিগরি বোর্ডের ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত
বিসিএস পরীক্ষায় অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পিএসসি
মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর শোক
পাকিস্তানের লজ্জার রেকর্ড
বাংলাদেশের জয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন
১০