ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস): রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অসংখ্য মৃত্যু ও আহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।
সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার আজ এক শোকবার্তায় বলেন, 'বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিশু শিক্ষার্থীসহ ৩১ নিহত এবং দেড় শতাধিক আহতের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও বেদনার্ত হয়েছি। ওই ঘটনায় সারা জাতি আজ শোকে মুহ্যমান এবং বাকরুদ্ধ।'
তিনি বলেন, 'মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমার জানা নেই। নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন নিহতদেরকে শাহাদাতের মর্যাদা এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সেইসঙ্গে শোকার্ত পরিবারগুলোকে আল্লাহ ধৈর্য ধারণের ক্ষমতা ও শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করেন।'
অধ্যাপক ডোনার শোকবার্তায় বলেন, বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনাসহ গুরুতর দগ্ধ হয়ে যেসব শিক্ষার্থী হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসা নিচ্ছেন তাদের আশু সুস্থতা কামনা করছি। পাশাপাশি আহত শিশু শিক্ষার্থী ও ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।