উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শোক

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৯:২৭

ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস): রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অসংখ্য মৃত্যু ও আহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।

সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার আজ এক শোকবার্তায় বলেন, 'বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিশু শিক্ষার্থীসহ ৩১ নিহত এবং দেড় শতাধিক আহতের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও বেদনার্ত হয়েছি। ওই ঘটনায় সারা জাতি আজ শোকে মুহ্যমান এবং বাকরুদ্ধ।'

তিনি বলেন, 'মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমার জানা নেই। নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন নিহতদেরকে শাহাদাতের মর্যাদা এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সেইসঙ্গে শোকার্ত পরিবারগুলোকে আল্লাহ ধৈর্য ধারণের ক্ষমতা ও শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করেন।'

অধ্যাপক ডোনার শোকবার্তায় বলেন, বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনাসহ গুরুতর দগ্ধ হয়ে যেসব শিক্ষার্থী হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসা নিচ্ছেন তাদের আশু সুস্থতা কামনা করছি। পাশাপাশি আহত শিশু শিক্ষার্থী ও ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০