কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে বন্দুকসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ২০:৫৭ আপডেট: : ২২ জুলাই ২০২৫, ২১:০৩
বন্দুকসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার। ছবি : বাসস

চট্টগ্রাম, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ নৌবাহিনী দেশের উপকূলীয় অঞ্চলসমূহে নিয়মিতভাবে মাদক, অস্ত্র ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার দিবাগত রাতে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলীর পাড়া (৫ নং ওয়ার্ড) এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। 

অভিযানে সন্দেহজনক স্থানসমূহে তল্লাশি চালিয়ে জুম্মার পাড়া এলাকায় একটি লবণের মাঠে ১টি একনলা বন্দুক ও ২টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তীতে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের(আইএসপিআর) পক্ষ থেকে আজ জানানো হয়েছে।

উল্লেখ্য, সরকারের নির্দেশনা অনুযায়ী  বাংলাদেশ নৌবাহিনী  উপকূলীয় ও দ্বীপাঞ্চলে নিরাপত্তা রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে। দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় নৌবাহিনী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
১০