দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়া বিষয়ে কমিশনের সিদ্ধান্তে এবি পার্টি একমত : আসাদুজ্জামান ফুয়াদ 

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ২১:৩০
ছবি : সংগৃহীত

ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, একই ব্যক্তি দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী হতে পারবে না- কমিশনের এমন সিদ্ধান্তে তার দল একমত পোষণ করেছে। এতে ব্যক্তির স্বৈরাচারিতা কমে আসবে।

আজ মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 

বৈঠকে আজকে মূলত প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে বিভিন্ন দলের প্রস্তাবের আলোকে সমন্বিত খসড়া প্রস্তাব চূড়ান্তকরণ বিষয়ে আলোচনা হয়েছে। 

এবি পার্টির পক্ষ থেকে বৈঠকে  আরও অংশগ্রহণ করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক।
 
মিডিয়া ব্রিফিংয়ে এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক ফিরোজ কবির,ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব গাজী সাবের হোসেন ও যুব পার্টির সহকারী অর্থ সম্পাদক রাশেদুল ইসলাম। 

এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কেউ কেউ সংবিধানের ত্রয়োদশী সংশোধনী অনুযায়ী অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা নিয়োগের কথা বলেছেন, কিন্তু এটি আমরা এবি পার্টিসহ অধিকাংশ রাজনৈতিক দল বিরোধিতা করেছি। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়া বিধান থাকার কারণেই বিচারবিভাগ কলুষিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিচার বিভাগ অন্তর্ভুক্ত হওয়ার কারণেই গত ১৬ বছর গোটা জাতিকে এর মাশুল দিতে হয়েছে বলে দাবি করেছেন আসাদুজ্জামান ফুয়াদ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০