বিমান দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : নাহিদ ইসলাম

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ২২:০০
ছবি : সংগৃহীত

ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসের দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পাটির্র (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী দলীয় কার্যালয়ে দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, সরকারের উচ্চ পর্যায় থেকে তদন্ত কমিটি করা উচিত। কমিটিতে সরকারের বাহিরের এবং স্কুলের কমিটির সদস্যদেরও রাখতে হবে।

দুর্ঘটনায় লাশ গুমের প্রচারণার বিষয়ে নাহিদ বলেন, মাইলস্টোন স্কুলের দূর্ঘটনায় লাশ গুম করার একটি প্রচারণা দেখা যাচ্ছে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য আসা উচিত ছিলো। দূর্ঘটনার সময় সেখানে কতজন শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারী ছিলো এবং কতজন হতাহত আছেন, এগুলো সবসময় সরকারকে আপডেট করা উচিত। সরকারকে আহত এবং নিহতদের সঠিক সংখ্যা প্রকাশ এবং এটি ব্যাপকভাবে প্রচার করতে হবে।

নাহিদ বলেন, গতকাল রাত তিনটার পর আমরা জেনেছি এদিনের এইচএসসি পরীক্ষা হবে না। অন্য উপদেষ্টাগণ শিক্ষা উপদেষ্টাকে ফোনেও পাচ্ছিলেন না। সরকারের উপদেষ্টাদের মধ্যেই সমন্বয় নেই। সরকারি উপদেষ্টারা দায়িত্ব নিয়ে কাজ করলে সচিবালয়ে আজকে এমন ঘটনা ঘটতো না।

তিনি আরও বলেন, দেশের একটি ইমার্জেন্সি অবস্থায় যেখানে শিক্ষার্থীরাসহ সবাই ট্রমাটাইজ, এই পরিস্থিতিতে সরকার ও উপদেষ্টারা যদি দায়িত্বশীল আচরণ করতো তাহলে এধরণের পরিস্থিতি তৈরি হতো না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কবি আল মাহমুদের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দেশবাসীকে ধৈর্য ধরার ও কোনো অপতথ্য বিশ্বাস না করার আহবান বিমান বাহিনী প্রধানের
বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের পরিবারের পক্ষে আহত ও নিহতদের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য আরও বেশি দৃশ্যমান করতে হবে : প্রধান উপদেষ্টা
আগামীকাল কুমিল্লায় এনসিপির পদযাত্রা ও সমাবেশ
কারিগরি বোর্ডের ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত
বিসিএস পরীক্ষায় অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পিএসসি
মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর শোক
পাকিস্তানের লজ্জার রেকর্ড
বাংলাদেশের জয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন
১০