ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : সোমবার রাজধানীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় ঢাকাস্থ কুয়েত দূতাবাস আজ মঙ্গলবার বাংলাদেশের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।
এক শোক বার্তায় দূতাবাস কুয়েত সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশ সরকার এবং নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
দূতাবাস আরো জানায়, জাতীয় শোক ও বিপর্যয়ের এই সময়ে কুয়েত সরকার ও জনগণ বাংলাদেশের পাশে রয়েছে। শোক বার্তায় দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।