ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ‘আমরা বিএনপি পরিবার’।
আজ সংগঠনের আহবায়ক আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এক শোক বার্তায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনা করেন।
দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি। একই সাথে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের রক্ত দান এবং প্রয়োজনী সহযোগিতা নিয়ে শোকাহত পরিবারের পাশে থাকবে সংগঠনটি।