ঢাকা, ২২জুলাই ২০২৫ (বাসস) : বিসিএস এমসিকিউ লিখিত পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের দায়ে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিসিএস পরীক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আজ মঙ্গলবার পিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৮ তম বিসিএস (বিশেষ) এমসিকিউ লিখিত পরীক্ষায় বদলি পরীক্ষার্থী শনাক্ত, পরীক্ষা হলে মোবাইল বহন ও নকল করার বিষয়ে হাতেনাতে ধরে ফেলা শিক্ষার্থীদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয় ১৮ জুলাই শুক্রবার ২০২৫ খ্রিস্টাব্দে ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ রাজধানী ঢাকার ২০টি কেন্দ্রে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষা চলাকালে খিলগাঁও মডেল কলেজ কেন্দ্রে দুইজন এবং ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট কেন্দ্রে ০১ (এক) জন বদলি পরীক্ষার্থী শনাক্ত হয়েছে। মো: নাজমুল হাসান (রেজি: নম্বর ৪৮১৩০৫৮৭), পিতা- মো: আকঝর আলী, মাতা- মোসাম্মৎ নাজমা বেগম, জেলা- সিরাজগঞ্জ এর পরিবর্তে বদলি পরীক্ষার্থী মো: ফাহাদ মৃধা [বয়স (২৪), পিতা- মো: রেফা মৃধা] এবং তমা প্রামাণিক (রেজি: নম্বর ৪৮১৩০৪৭৫), পিতা- প্রবিণ কুমার প্রামাণিক, মাতা- ননদিতা সরকার, জেলা- নাটোর এর পরিবর্তে বদলি পরীক্ষার্থী জেসমনি আক্তার (বয়স (২৮), পিতা-মো: মোখলেছুর রহমান] এবং মো: লিটন শেখ (রেজি: নম্বর ৪৮১৩২৭৬০), পিতা-মো: দেলখোশ আলী, মাতা- ফরিদা ইয়াসমিন, জেলা- সিরাজগঞ্জ এর পরিবর্তে বদলি পরীক্ষার্থী এনামুল হক [বয়স (২৫), পিতা- গোলাম মোস্তফা, মুরাদনগর, কুমিল্লা] এদের প্রত্যেককে এক মাসের জেল দেয়া হয়।
ইডেন মহিলা কলেজ হলে ২জন পরীক্ষার্থীর মধ্যে আফরিন জাহান (রেজি: নম্বর ৪৮২০১৩৬৫), পিতা- মহসিন মাহমুদ, মাতা- আমিনা বেগম, জেলা- ময়মনসিংহ-এর নিকট মোবাইল ফোন পাওয়া যাওয়ায় ১৫ দিনের জেল এবং নুসরাত জাহান (রেজি: নম্বর ৪৮২০৩৩৮৮), পিতা- এটিএম নূরুন্নবী, মাতা- সালেহা নবী প্রশ্নপত্রে নকল করার চেষ্টার দরুণ তার বিরুদ্ধে লালবাগ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ ছাড়া, আশিক ইকবাল (রেজি: নম্বর ৪৮১৩৩৫০৩) নিজের রেজিস্ট্রেশন নম্বরের অংশে নিজ রেজিস্ট্রেশন নম্বরের পরিবর্তে অন্য প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর লেখায় তার প্রার্থীতা বাতিলসহ তাকে আজীবনের জন্য কমিশন কর্তৃক গৃহীত সকল পরীক্ষা হতে বহিস্কার করার শাস্তি প্রদান করা হয়েছে।
কমিশন সভার সিদ্ধান্ত মোতাবেক দণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থীরা এবং যাদের পরিবর্তে বদলি পরীক্ষার্থী এসেছে তাদেরকে এই পরীক্ষা থেকে বহিষ্কার এবং বদলি পরীক্ষার্থীসহ এদের সবাইকে পিএসসি কর্তৃক গৃহীতব্য সকল পরীক্ষায় আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।