কবি আল মাহমুদের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০০:৫৫ আপডেট: : ২৩ জুলাই ২০২৫, ০০:৫৮
ছবি : বাসস

ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আল মাহমুদের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

আজ মঙ্গলবার রাজধানীর উত্তরায় বিআইআইটি’র সেমিনার কক্ষে আল মাহমুদের কাব্যে ধর্ম, দেশ ও দ্রোহের রূপান্তর শীর্ষক এ  সভা অনুষ্ঠিত হয়। এতে মূখ্য আলোচক ছিলেন কথাসাহিত্যিক, গীতিকার ও শিশুসাহিত্যিক কবি জাকির আবু জাফর।

কবি জাকির আবু জাফর বলেন, আল মাহমুদ ইসলামকে আধুনিক কবিতায় অসাধারণভাবে প্রয়োগ করেছেন। ইসলামকে আধুনিকভাবে উপস্থাপন করেছেন। ধর্মের বিষয়টি স্বভাবগতভাবে এনেছেন, যা আরোপিত নয়। আল মাহমুদ তাওহীদভিত্তিক সংস্কৃতির লড়াইয়েও ছিলেন।

তিনি আরও বলেন, আল মাহমুদ দেশকে হৃদয়ের সাথে মিশিয়ে ভালোবেসেছেন। ফুল, পাখি, নদী, মাটিকে আত্মার সাথে মিশিয়ে নিয়েছিলেন। তিনি গ্রামের রসদকে কখনো ভুলেনি। ভেতর থেকে উৎসারিত বাণী, দেশকে চিত্রায়িত করেছেন। অন্যদিকে আল মাহমুদের দ্রোহ তুষের আগুনের মতো।

তিনি বলেন, আমাদের প্রয়োজনেই আল মাহমুদকে চর্চায় আনতে হবে। আগামী প্রজন্মের কাছে আল মাহমুদকে তুলে ধরতে হবে। যিনি হাজার বছরের ইতিহাস ও বিশ্বাসকে রূপায়িত করেছেন, তাকে যথাযথভাবে তুলে ধরার মধ্যে রয়েছে বিভেদভুলে এককাতারে দাঁড়ানোর উপায়।

আবদুল কাদের জিলানির পরিচালনায় আলোচনায় অংশ নেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রহমান হাবিব ও আরবি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান, নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান মো. জসিম উদ্দিন। আলোচনা সভায় বিভিন্ন পেশাজীবি ও সাহিত্যানুরাগীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্টার্ক-স্টোকসের বিধ্বংসী বোলিংয়ের অ্যাশেজের প্রথম দিন ১৯ উইকেট পতন
সাকিবের রেকর্ড স্পর্শ করলেন তাইজুল
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
ঝিনাইদহে মোটরসাইকেল থেকে পড়ে এক কিশোর নিহত
কুমিল্লা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি 
শহীদ আলী আহসান মুজাহিদ আপসহীন নেতা ছিলেন : ডা. শফিকুর রহমান
লন্ডনে এসএমই মেলায় প্রদর্শিত হবে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের উদ্ভাবন
জাল ভিসা ও বিমান টিকিট প্রতারণা চক্রের প্রধান গ্রেফতার
চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট : উচ্চশিক্ষার নতুন দিগন্ত
কোপ৩০ খসড়ায় জীবাশ্ম জ্বালানি বাদ; আপত্তি ৩০টির বেশি দেশের
১০