কবি আল মাহমুদের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০০:৫৫ আপডেট: : ২৩ জুলাই ২০২৫, ০০:৫৮
ছবি : বাসস

ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আল মাহমুদের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

আজ মঙ্গলবার রাজধানীর উত্তরায় বিআইআইটি’র সেমিনার কক্ষে আল মাহমুদের কাব্যে ধর্ম, দেশ ও দ্রোহের রূপান্তর শীর্ষক এ  সভা অনুষ্ঠিত হয়। এতে মূখ্য আলোচক ছিলেন কথাসাহিত্যিক, গীতিকার ও শিশুসাহিত্যিক কবি জাকির আবু জাফর।

কবি জাকির আবু জাফর বলেন, আল মাহমুদ ইসলামকে আধুনিক কবিতায় অসাধারণভাবে প্রয়োগ করেছেন। ইসলামকে আধুনিকভাবে উপস্থাপন করেছেন। ধর্মের বিষয়টি স্বভাবগতভাবে এনেছেন, যা আরোপিত নয়। আল মাহমুদ তাওহীদভিত্তিক সংস্কৃতির লড়াইয়েও ছিলেন।

তিনি আরও বলেন, আল মাহমুদ দেশকে হৃদয়ের সাথে মিশিয়ে ভালোবেসেছেন। ফুল, পাখি, নদী, মাটিকে আত্মার সাথে মিশিয়ে নিয়েছিলেন। তিনি গ্রামের রসদকে কখনো ভুলেনি। ভেতর থেকে উৎসারিত বাণী, দেশকে চিত্রায়িত করেছেন। অন্যদিকে আল মাহমুদের দ্রোহ তুষের আগুনের মতো।

তিনি বলেন, আমাদের প্রয়োজনেই আল মাহমুদকে চর্চায় আনতে হবে। আগামী প্রজন্মের কাছে আল মাহমুদকে তুলে ধরতে হবে। যিনি হাজার বছরের ইতিহাস ও বিশ্বাসকে রূপায়িত করেছেন, তাকে যথাযথভাবে তুলে ধরার মধ্যে রয়েছে বিভেদভুলে এককাতারে দাঁড়ানোর উপায়।

আবদুল কাদের জিলানির পরিচালনায় আলোচনায় অংশ নেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রহমান হাবিব ও আরবি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান, নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান মো. জসিম উদ্দিন। আলোচনা সভায় বিভিন্ন পেশাজীবি ও সাহিত্যানুরাগীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০