কুমিল্লায় এনসিপির পদযাত্রা হবে শোক র‌্যালি

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৫:০১
টাউনহলে সমাবেশ উপলক্ষে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। ছবি : বাসস

কুমিল্লা(উত্তর), ২৩ জুলাই, ২০২৫(বাসস) : মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার বিকালে কুমিল্লায় পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে এনসিপি নেতাকর্মীরা জানিয়েছেন, পদযাত্রাটি শোক র‌্যালিতে রূপ নেবে। রাজধানীর মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে তারা পদযাত্রাটিকে শোক র‌্যালির কর্মসূচি হিসেবে পালন করবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর থেকে বিকেল ৫টায় কুমিল্লায় আসবেন দলটির নেতাকর্মীরা।

জানা গেছে, কুমিল্লায় কর্মসূচির শুরুতেই শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করা হবে। পরে টমছম ব্রিজ থেকে মূল পদযাত্রা শুরু করে নগরীর প্রধান সড়ক হয়ে টাউনহল এসে সমাবেশে অংশ নেবে। এতে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা অংশ নেবেন। এদিকে টাউনহলে সমাবেশ উপলক্ষে ইতোমধ্যেই মঞ্চ প্রস্তুত করা হয়েছে। 

নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে নগরীর বিভিন্ন সড়ক ও সমাবেশস্থল। সাজ সাজ রব নগরের সড়কগুলো।

সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০