দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা এ্যানি

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৫:৫৮
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ জুলাই, ২০২৫ (বাসস) : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দায়ের করা মামলায় খালাস পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

আজ ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় আদালত তাকে খালাস দেন।

আদালতের পেশকার জাহিদুর রহমান বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১৬ জুলাই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার জন্য আজ (২৩ জুলাই) দিন ধার্য করেছিলেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৪ সালের ৯ অক্টোবর দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ রাজধানীর রমনা থানায় এ মামলা দায়ের করেন।

অভিযোগে বলা হয়, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার সম্পদের তথ্য গোপন করেন। পাশাপাশি, দুদকের অনুসন্ধানে তার বিরুদ্ধে ১ কোটি ৪০ লাখ ৪২ হাজার ৬৭০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করা হয়।

২০১৬ সালের ২৪ মে ঢাকার বিশেষ জজ আদালত এই মামলায় এ্যানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার বিচারকালে আদালত নয়জনের সাক্ষ্য নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০