ছোটবেলার খেলার সাথী নিঝুম আর ভাই নাফিকে হারিয়ে কাঁদছে ইশরাত-মুনতাহা

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৭:০৯ আপডেট: : ২৩ জুলাই ২০২৫, ১৭:৪২
ছবিতে প্রাণোচ্ছল নিঝুম ও তার ছোট ভাই নাফি । ছবি : সংগৃহীত

ভোলা, ২৩ জুলাই, ২০২৫ (বাসস) : ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় নাদিয়া তাবাসসুম নিঝুম (১৩) ও তার ছোট ভাই আরিয়া নাশরাফ নাফি'র (৯) মৃত্যুতে তার গ্রামের বাড়ি ভোলার দৌলতখানের দক্ষিণ জয়নগর এলাকা এখন শোকে স্তদ্ধ। পরিবারে চলছে শোকে মাতম। দুই সন্তানের মৃত্যুর এমন মর্মস্পর্শী পরিস্থিতিতে বারবার মূর্ছা যাচ্ছেন মা-বাবা।

সোমবার (২১ জুলাই) রাত ৩ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাদিয়া। আর আজ ভোররাতে মারা যায় নাফি। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাদের গ্রামের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর শোকে স্তদ্ধ হয়ে পড়ে। 

নিহত নাদিয়া মাইলস্টোন কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। একই বিদ্যালয়ে ৩য় শ্রেনীর শিক্ষার্থী ছিলো নাফি। নাদিয়া-নাফির গ্রামের বাড়ি দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে। ওই ইউনিয়নের চানকাজি হাওলাদার বাড়ির অবসরপ্রাপ্ত সেনা অফিসার আশরাফুল ইসলাম নিরবের সন্তান নাদিয়া ও নাফি।

ওই গ্রামের চান কাজী হাওলাদার বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, এসব অবুঝ শিশুদের জন্য তাদের স্বজন ও প্রতিবেশীরাও কাঁদছেন। ছোটবেলার খেলার সাথী নিঝুম আর ছোট ভাই নাফিকে হারিয়ে মাকে জড়িয়ে অঝোরে কান্না করছে চাচাতো বোন ইশরাত জাহান স্পি (১৪) ও তার ছোট বোন মুনতাহা (১১)। সঙ্গে মা বিবি আয়শাও কান্নায় ভেঙে পড়েন।

স্থানীয় হালিমা খানম গার্লস স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ইশরাত জাহান স্পি ও তার ছোট বোন নুর মিয়ার হাট শিশু একাডেমির পঞ্চম শ্রেণির ছাত্রী মুনতাহা জানায়, তাদের সঙ্গে ২০২২ সালে চাচাতো বোন নাদিয়া তাবাসসুম নিঝুমের শেষ দেখা ও কথা হয়েছিল। 

নিহত নাদিয়া তাবাসসুম নিঝুম ও আরিয়া নাশরাফ নাফির দাদা এ কে এম আলতাফ হোসেন মাস্টার বুক ভাঙ্গা কান্না করতে করতে বলেন, ওদের বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আশরাফুল ইসলাম নিরবের ইচ্ছা ছিল ছেলে-মেয়ে দু'জনকে ভালো স্কুলে পড়িয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে। ডাক্তার-ইঞ্জিনিয়ার বানাবে। সে লক্ষ্যে ১৫-১৬ বছর আগ থেকে ঢাকার উত্তরা দিয়াবাড়ি কামারপাড়া এলাকায় বাসাভাড়া করে বসবাস শুরু করেন। ছেলেমেয়েকে ভর্তি করেন কাছাকাছি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। কিন্তু আজ আমাদের সবার সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেলো। 

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নাতি-নাতনি দুজনেই দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নাতনি নাদিয়া মারা যায়, আর নাতি নাফি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর রাতে মারা যান। 

নিহত নাদিয়া ও নাফি'র চাচি মোরশেদা বেগম বলেন, আমরা ঘটনার দিন বেলা দেড়টার দিকে বিমান দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে আমার ভাশুর নিরবকে (নাজিয়ার বাবা) ফোন দেই। কিন্তু তাঁর ফোন বন্ধ পাওয়ায় আত্মীয়স্বজনদের মাধ্যমে খোঁজখবর নেই। পরে জানতে পারি নাদিয়া ও নাফিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওদের খবর পেয়ে ভাশুর নিরবও নাকি স্ট্রোক করেন। শেষ পর্যন্ত তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়। একই হাসপাতালে বাবা ও ছেলে- মেয়েকে ভর্তি করার পর আমরা নিঝুমের মৃত্যুর খবর পাই। আর আজ রাতে না ফেরার দেশে চলে যায় নাফি। 

নিঝুমের চাচা মো. হাসান জানান, নাদিয়া ও নাফির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রামে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা ঘটে। এমন মর্মস্পর্শী ঘটনায় স্বজনদের কান্নায় যেনো জয়নগর গ্রামে নিস্তব্ধতা নেমে আসে। 

পরিবারের স্বজনরা জানান, ঢাকার উত্তরার কামার পাড়া রাজবাড়ী পুকুর পাড় এলাকার জামে মসজিদ প্রাঙ্গনে গতকাল মঙ্গলবার জোহরের নামাজ শেষে শিক্ষার্থী নিঝুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নানা বাড়ী এলাকায় নাদিয়া কে দাফন করা হয়েছে। 

জানা গেছে, বিমান দুর্ঘটনায় আগুনে নাদিয়ার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর আহত অবস্থায় নাদিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছিল। বেঁচে থাকার দীর্ঘ লড়াইয়ের পর শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হলো নাদিয়াকে। বোন নাদিয়ার মৃত্যুর একদিনের ব্যবধানে আজ মৃত্যু হলো ছোটভাই নাফির। মা-বাবাকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন নাদিয়া-নাফি। 

এদিকে নাদিয়া-নাফি'সহ বিমান দুর্ঘটনায় সকল নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন-ভোলার জেলা প্রশাসকে মো. আজাদ জাহান, দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়তি রাণী কৈরী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান। 

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম, দৈনিক ভোলার বাণীর সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমান, দৌলতখান প্রেসক্লাবের সভাপতি জাকির আলম, সম্পাদক মিজানুর রহমান, দৌলতখান উপজেলা যুবদল নেতা জহিরুল ইসলাম নিহত নাদিয়া ও নাফি'র পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাসপাতালে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে 
সচিবালয়ে ভাঙচুর-হত্যাচেষ্টা মামলার প্রতিবেদন ২৮ আগস্ট
ইসির আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা-২০২৫ জারি
ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারী গ্রেফতার
গভীর রাতে এইচএসসি পরীক্ষা স্থগিতের বিষয়ে ব্যাখ্যা দিলেন শিক্ষা উপদেষ্টা 
সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র গ্রেফতার 
উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন ইফার গর্ভনরেরা
গুলিস্তানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী ককটেলসহ গ্রেফতার
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ১,৭৫৪ জন
১০