খুলনা, ২৩ জুলাই, ২০২৫ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন তিনদিনের সফরে আগামী ২৫ জুলাই শুক্রবার খুলনায় যাবেন।
আজ বুধবার সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সফরসূচি অনুযায়ী শুক্রবার রাতে তিনি খুলনা সার্কিট হাউজে রাত যাপন করবেন। সিইসি ২৬ জুলাই শনিবার সকাল ১০টায় খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সকল অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
একইদিন তিনি বিকাল সাড়ে ৩টায় খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার, বিজিবি সেক্টর কমান্ডার, আনসার ও ভিডিপি'র উপ-মহাপরিচালক, র্যাব-৬ এর অধিনায়ক, কোস্টগার্ডের জোনাল কমান্ডার, কর্নেল জিএস, ডিজিএফআই, এনএসআই'র অতিরিক্ত পরিচালক, খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, খুলনা বিভাগের সকল জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
২৭ জুলাই রোববার সকালে প্রধান নির্বাচন কমিশনার ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।