লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া জামায়াত নির্বাচনে যাবে না : ডা. শফিকুর রহমান

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ২০:৫৭
ছবি : সংগৃহীত

সিলেট, ২৩ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া অতীতের মতো কোনো বস্তাপচা নির্বাচনে জামায়াতে ইসলামী যাবে না এবং করতেও দিবে না।’

আজ বুধবার সিলেটের বিয়ানীবাজারে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

বিকেলে বিয়ানীবাজার পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে জনশক্তি ও সুধী সমাবেশ আয়োজন করে বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়াত।

উপজেলা শাখার আমীর মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে জামায়াত আমীর বলেন, ‘দেশ এখন এক বিশেষ সন্ধিক্ষণে রয়েছে। এই পরিস্থিতি সফলভাবে অতিক্রম করতেই হবে। আমরা বিচলিত নই, কিন্তু দেশের বাস্তবতা বহু মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে।’

তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে। আমরা বিশ্বাস করি, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। আমাদের রাজনীতি দেশ ও জনগণের কল্যাণে পরিচালিত হয়।’

জুলাই অভ্যুত্থান এই দেশের সর্বস্তরের জনতার সম্মিলিত আন্দোলন ও ত্যাগের ফসল উল্লেখ করে জামায়াতের আমীর বলেন, ‘জুলাই আন্দোলন কোনো মাস্টারমাইন্ডের নয়, ১৮ কোটি জনতার। এই দেশের ১৮ কোটি মানুষ এর সুফল ভোগ করবে।’

রাজধানীর মাইলস্টোনের দুর্ঘটনায় জামায়াতে ইসলামী সাথে সাথেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ঘটনার পর জামায়াতে ইসলামী কোনো ধরনের সময় ক্ষেপণ করেনি। আমরা আহত এবং নিহত পরিবারের পাশে থাকবো ইনশাআল্লাহ।’ 

ডা. শফিকুর রহমান বলেন, ‘১৯৭১ সালের পর অনেক কিছু অর্জিত হওয়ার কথা থাকলেও মানুষের আশা-আকাঙ্ক্ষার বড় অংশ আজও অপূর্ণ।’

তিনি বলেন, ‘পতিত স্বৈরাচার দেশকে দিয়েছে দুঃশাসনের স্টিম রোলার। মানুষের ১৫ বছর কেটেছে দুঃস্বপ্নের মধ্যে। জাতীয় নেতৃবৃন্দকে বিচার ছাড়াই, আবার কাউকে বিচারের নামে হত্যা করা হয়েছে। আয়না ঘরে আটক করে নির্যাতনের ঘটনাও ঘটেছে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ইতোমধ্যে এসব ঘটনা স্পষ্টভাবে তুলে ধরেছে। কিন্তু এখনো জনগণ কোনো বিশ্বাসযোগ্য বিচার দেখতে পাচ্ছে না।’

তিনি সতর্ক করে বলেন, ‘যদি ন্যায়বিচার না হয়, বাংলাদেশ অন্ধকারে তলিয়ে যাবে। আবার যেনতেন বিচারও চাই না। বিচারের নামে আমাদের ওপর যেভাবে অবিচার হয়েছে, তাও চাচ্ছি না।’

ডা. শফিকুর রহমান আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বলেন, আদালতে জামায়াত নেতৃবৃন্দকে অন্যায়ভাবে বিচার করা হয়েছিল সেই আদালতে তাদের আসতে হবে। বিচার হবে, আমরা চাই না, তাদের ওপর জুলুম হোক। আমরা চাই ন্যায় বিচারের মাধ্যমে তাদের পাওনা বুঝিয়ে দিতে।’

জামায়াতে ইসলামী বিয়ানীবাজার উপজেলা শাখার সেক্রেটারী মোহাম্মদ আবুল কাশেমের সঞ্চালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরের আমীর মো. ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, মাওলানা হাফিজ আনোয়ার হোসেন খান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০