সাজেকে পাহাড় ধসে সড়ক বন্ধ, আটকে আছে চার শতাধিক পর্যটক

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৩:২০
ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী সড়কের মাটি সরানোর কাজ করছে। ছবি: বাসস

রাঙ্গামাটি, ২৪ জুলাই, ২০২৫ (বাসস): জেলার অন্যতম পর্যটন নগরী সাজেকে পাহাড় ধসের ঘটনায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সেখানে আটকে পড়েছে চার শতাধিক পর্যটক।

গত রাত থেকে  ভারী বৃষ্টির ফলে বাঘাইহাট সাজেকের বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকার ৩টি স্থানে পাহাড়ের মাটি ধসে রাস্তায় পড়লে আজ সকাল থেকে সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এতে সাজেকে আনুমানিক ৪ শতাধিক পর্যটক আটকে আছেন বলে জানা গেছে।

এ বিষয়ে সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা বাসসকে জানান, গতকাল রাতে ভারি বৃষ্টিপাতের কারণে সাজেকের ৩টি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়াসহ সড়কে গাছপালা উপড়ে পরেছে। বিষয়টি সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারকে জানানো হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে  বাঘাইছড়ির উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বাসসকে জানান,  বাঘাইঘাট - সাজেকের তিনটি স্পটে  পাহাড়ের ধসের ঘটনা ঘটেছে। এতে করে সাজেকে প্রায় ৪২৫ জন পর্যটক  আটকে আছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী সড়কের মাটি সরানোর কাজ করছে। আশা করছি খুব সহসাই  সড়কটি সচল করা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দলে ফিরলেন আফ্রিদি
ফিরে দেখা-জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ / সিলেটে গ্রেপ্তার আতঙ্ক, ১০ মামলা ১৬ হাজার আসামি, সাংবাদিক তুরাব হত্যা মামলা গ্রহণ হয়নি 
সাজেদুর হত্যা : রিমান্ড শেষে কারাগারে সালমান-আনিসুল
জুলাই শহীদ ও মাইলস্টোনে নিহতদের স্মরণে নওগাঁয় দোয়া মাহফিল
নারায়ণগঞ্জে স্টিল মিলের চুল্লি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ
দেশের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান অব্যাহত
মাহেরীন চৌধুরীর কবর জিয়ারত করলেন আফরোজা আব্বাস
গোপালগঞ্জে সহিংসতার ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিশন গঠন
কুড়িগ্রামে দুই মাদক কারবারিকে কারাগারে প্রেরণ 
৪১ বছর বয়সে ৪১ বলে সেঞ্চুরি ডি ভিলিয়ার্সের
১০