সাজেকে পাহাড় ধসে সড়ক বন্ধ, আটকে আছে চার শতাধিক পর্যটক

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৩:২০
ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী সড়কের মাটি সরানোর কাজ করছে। ছবি: বাসস

রাঙ্গামাটি, ২৪ জুলাই, ২০২৫ (বাসস): জেলার অন্যতম পর্যটন নগরী সাজেকে পাহাড় ধসের ঘটনায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সেখানে আটকে পড়েছে চার শতাধিক পর্যটক।

গত রাত থেকে  ভারী বৃষ্টির ফলে বাঘাইহাট সাজেকের বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকার ৩টি স্থানে পাহাড়ের মাটি ধসে রাস্তায় পড়লে আজ সকাল থেকে সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এতে সাজেকে আনুমানিক ৪ শতাধিক পর্যটক আটকে আছেন বলে জানা গেছে।

এ বিষয়ে সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা বাসসকে জানান, গতকাল রাতে ভারি বৃষ্টিপাতের কারণে সাজেকের ৩টি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়াসহ সড়কে গাছপালা উপড়ে পরেছে। বিষয়টি সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারকে জানানো হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে  বাঘাইছড়ির উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বাসসকে জানান,  বাঘাইঘাট - সাজেকের তিনটি স্পটে  পাহাড়ের ধসের ঘটনা ঘটেছে। এতে করে সাজেকে প্রায় ৪২৫ জন পর্যটক  আটকে আছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী সড়কের মাটি সরানোর কাজ করছে। আশা করছি খুব সহসাই  সড়কটি সচল করা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামী জাতীয় নির্বাচনে নারীরা বেশি ভোট দেবে: আফরোজা খানম
স্ত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে মির্জা ফখরুল
সাতক্ষীরায় প্রতারণার অভিযোগে একজনের কারাদণ্ড 
কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন-কাউন্সিল উপলক্ষ্যে সাত সদস্যের নির্বাচন কমিশন
ফেনীতে তিন মাদক কারবারির কারাদণ্ড
আওয়ামী আমলের জাল ভোটের ভিডিওকে ডাকসু নির্বাচনের বলে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
কুড়িগ্রাম সীমান্তে সাত দিনে ২ কোটি টাকার পণ্য জব্দ
নাটোরে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’র নির্মাণ কাজ শেষ
ডাকসু নির্বাচনে সংঘর্ষের ভুয়া ভিডিও প্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
শ্যামনগরে অপদ্রব্য পুশ করার সময় চিংড়ি জব্দ
১০