শিল্পকলায় আগামীকাল মঞ্চায়ন হবে নাটক ‘মুখোমুখি

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৮:০২

ঢাকা, ২৪ জুলাই, ২০২৫ (বাসস) : মনসুন রেভ্যুলেশনের স্পিরিটকে উপজীব্য করে আগামীকাল মঞ্চায়ন হবে নাটক ‘মুখোমুখি।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে এ নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।

নতুন নাট্যপ্রযোজনা নির্মাণের অংশ হিসেবে নাটকটির ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন ধীমান চন্দ্র বর্মন। নাটকটি মঞ্চায়ন করবে ‘থিয়েটার ওয়েব’।

এই নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আল মামুন, পলি চৌধুরী, ফৌজিয়া আফরিন তিলু, মুজাহিদুল ইসলাম রিফাত, শ্রীকান্ত মন্ডল, সঞ্জিত কুমার দে, সায়মা সেলিম আনিকা, স্বরূপ রতন লালন ও হাসিব উল ইসলাম। ব্যাক স্টেজে থাকবেন রবি প্রারম্ভ, মেহেদি হাসান সোহান, মো. আশরাফুল ইসলাম, তানভীর আহমেদ, রবিউল আহমেদ, পলক দাস, রতন ধর, অর্পা বণিক, প্রিয়াংকা তালুকদার, গৌতম দে ও শর্মিষ্ঠা রায়।

নেপথ্য কলাকুশলী হিসেবে রয়েছেন দেহ বিন্যাসে অমিত চৌধুরী ও হাসান ঈশতিয়াক ইমরান, পোশাক পরিকল্পনায় মহসিনা আক্তার, দৃশ্য ভাবনা ও মঞ্চ পরিকল্পনায় ধীমান চন্দ্র বর্মন, সহযোগিতায় মুজাহিদুল ইসলাম, দ্রব্যসম্ভার পরিকল্পনায় রাগীব নাঈম, দ্রব্যসম্ভার পরিকল্পনা সহযোগিতায় সনজিত কুমার দে, আলোক পরিকল্পনায় ধীমান চন্দ্র বর্মন, আলোক প্রক্ষেপণে জাদিদ ইমতিয়াজ, শব্দ ও সঙ্গীত পরিকল্পনায় রাগীব নাঈম, শব্দ ও সঙ্গীত প্রক্ষেপণে মামদুদুর রহমান, প্রকাশনায় রেজওয়ান হাসান শাওন এবং নির্দেশনা সহযোগিতায় রাগীব নাঈম।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০