হত্যা মামলায় যুবলীগ নেতা হিরা কারাগারে

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৮:৫৯

ঢাকা, ২৪ জুলাই, ২০২৫ (বাসস) : ‎যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ওয়ালিদুর রহমান হিরাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পশ্চিম থানাধীন আমির হোসেনকে হত্যার অভিযোগে করা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে শেখ ওয়াহিদুর রহমান হিরাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন জসিম উদ্দিন রোড এলাকায় আন্দোলনে অংশ নেন আমির হোসেন। এদিন বিকেল সাড়ে ৪টায় আসামিদের ছোঁড়া গুলিতে আহত হলে হাসপাতালে নেয়া হয়। পরে সন্ধ্যার দিকে মারা যান তিনি। এ ঘটনায় গত ২ নভেম্বর উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন নিহতে বাবা খোরশেদ আলম (৫৭)। এ মামলায় হিরা ৬৭ নাম্বার এজাহারনামীয় আসামি।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাইলস্টোনের শিক্ষার্থীদের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ
সাভারে চুরি হওয়া ১৬ বান্ডেল পশুর চামড়া উদ্ধার, গ্রেফতার ২
ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত লিটনের মরদেহ ২২ ঘণ্টা পর হস্তান্তর
শিল্পকলায় মঞ্চস্থ হলো নাটক ‘মুখোমুখি’
মাইলস্টোন কলেজ দুর্ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অপরাজনীতি শুরু করেছে : এ্যানি
দাদার কবরের পাশে শায়িত হলেন মাইলস্টোন শিক্ষার্থী আয়মান
রাজধানীতে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের তিন সদস্য গ্রেফতার
অভ্যুত্থানের অঙ্গীকার ভুলে গেলে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে : এবি পার্টি
ভারতীয় সীমান্তে দুই বাংলাদেশি হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত দাবি জামায়াতের
মাইলস্টোনের শিক্ষার্থী রাইসার দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ গ্রামবাসী
১০