ফ্যাসিবাদ পতন আন্দোলনে ছাত্রী-মা-বোনেরা কারফিউ ভঙ্গ করে মিছিল করেছে: মজিবুর রহমান মঞ্জু

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৯:২৮
বৃহস্পতিবার জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নারীদের সম্মাননা প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি: এবি পার্টি

ঢাকা, ২৪ জুলাই, ২০২৫ (বাসস) : এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ফ্যাসিবাদ পতন আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা, আমাদের মায়েরা, বোনেরা কারফিউ ভঙ্গ করে মিছিল করেছে। 

আজ জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নারীদের সম্মাননা প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার। 

নারী বিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী ও এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি। 

এবি পার্টি নারী বিভাগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সানজিদা আক্তার, ডা. পারশা রহমান, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নুর নিরভানা বৃষ্টি, শহীদ নাঈমার মা মিসেস আইনুন নাহার, শহীদ সুমাইয়া আক্তারের মা আসমা বেগম, শহীদ শাহীনুর বেগমের মেয়ে খাদিজা বেগম, শহীদ নাসিমা আক্তারের বোন কোহিনূর বেগম। 

মজিবুর রহমান মঞ্জু গণঅভ্যুত্থানে নারীদের উজ্জ্বল ভূমিকার কথা উল্লেখ করে  বলেন, ‘আমি দীর্ঘ সময় ধরে শহীদদের পরিবারের অনুভূতি শুনছিলাম, ডাক্তার বোনদের বক্তব্য শুনছিলাম। এগুলো আমাদের শুনতে হবে, বুঝতে হবে, কীভাবে একটি স্বৈরাচারী ফ্যাসিবাদের পতন হয়েছিলো। দেশের মানুষ মুক্তির নেশায় কতটা ত্যাগ করেছিলো।’ তিনি গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল নারীর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। 

সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী বলেন, ফ্যাসিবাদীদের পতনে দেশের নারীরা জীবন দিলো, প্রতিরোধ গড়ে তুললো, চিকিৎসা দিলো কিন্তু এখন আমরা সেই নারী, বোনদের মূল্যায়ন দেখি না।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের ক্ষেত্রেও আমরা একই চিত্র দেখেছি, কিছু মানুষ যুদ্ধ না করেও সার্টিফিকেট নিয়েছে, সুযোগ-সুবিধা নিয়েছে। এখন এই গণঅভ্যুত্থানের পরও অনেক মানুষ ক্রেডিট নিতে ব্যস্ত, সরকারি নানা সুবিধা আদায়ে সচেষ্ট, কিন্তু আন্দোলনের সেই অগ্নিকন্যারা আমাদের মাঝ থেকে নীরবে সরে যাচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নারীরাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নারীদের মতো হারিয়ে যেতে বসেছে। এটা আমরা হতে দিতে পারি না, আমরা আশা করি এবি পার্টির মাধ্যমে আগামী দিনে ব্যাপক সংখ্যক নারী সংসদে গিয়ে দেশের ও নারী সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।

সংবর্ধনা শেষে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল নারীদের সম্মাননা প্রদান করেন ড. দিলারা চৌধুরী সহ উপস্থিত নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০