দেশের মানুষ সঠিক গণতান্ত্রিক ব্যবস্থা চায় : মির্জা ফখরুল

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৬:৪৮
শনিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাসস

ঢাকা, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : দেশের সাধারণ জনগণ রাজনীতিতে সঠিক গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘দেশের মানুষ উপরে উঠতে চায়, দেশের উন্নতি চায় এবং সত্যিকার অর্থে একটি সঠিক গণতান্ত্রিক ব্যবস্থা চায়। যার মাধ্যমে সকল বিষয়ে সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে।’

শনিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের আয়োজন করে ‘পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি’।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতোমধ্যে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। এই অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও নিরাপত্তার প্রশ্ন জড়িত থাকায়, সরকার গঠন করতে পারলে আমরা এ প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো।’

দেশের চলমান সংস্কারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে অনেকেই সংস্কার নিয়ে কথা বলছে। কিন্তু  আমরা অনেক আগে থেকেই সংস্কারের কথা বলে আসছি। ২০১৬ সালে খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সর্বপ্রথম ভিশন ২০৩০ ঘোষণা করেছি। এরপর ২০২২ সালে তারেক রহমান ৩১ দফা দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি অত্যন্ত সচেতনভাবে জনগণের যা প্রয়োজন এবং যুগের সাথে তাল মিলিয়ে রাষ্ট্রকাঠামোতে যে যে পরিবর্তন আনা দরকার তার পক্ষে কথা বলেছে।’

এসময় গণঅভ্যুত্থানের ঐক্যের মাধ্যমে সকল সমস্যা সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের মধ্যে একটা অভূতপূর্ব জাতীয় ঐক্য তৈরি হয়েছিল। সেই জাতীয় ঐক্যকে বজায় রেখে আমরা যদি সবাই আমাদের মূল বিষয়গুলোকে সামনে আনতে পারি, যদি আমাদের চিন্তার ঐক্য থাকে তাহলে নি:সন্দেহে সফল হবো।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

সেমিনারে জাতীয় রাজনৈতিক নেতা, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিশ্চিত মৃত্যু জেনেও শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন ভোলার মাসুমা
গুলশানে চাঁদাবাজির ঘটনায় চারজন রিমান্ডে
স্বাস্থ্যখাতের টেকসই সংস্কারে বর্তমান অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা
আমার শহরে জুলাই অভ্যুত্থান / নরসিংদীতে আন্দোলন দমাতে গণগ্রেফতার অব্যাহত ছিল 
সারা দেশে প্রাইমারি স্কুলের স্থগিত অনুষ্ঠান হবে ৩১ জুলাই
একনেক সভায় ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকার ১২ প্রকল্প অনুমোদন
শেখ মুজিব একদলীয় শাসন চালিয়েছে আর শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছে : মেজর (অব.) হাফিজ উদ্দিন 
করোনায় আরও ১ জন আক্রান্ত
জুলাইয়ে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে জিইডি 
২৪ ব্যর্থ হলে ছাত্রজনতা আরেকটি জুলাই নামাতে পিছপা হবে না : আসাদ বিন রনি
১০