লক্ষ্মীপুরে মানবতাবিরোধী অপরাধে তিন আসামিকে কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৬:১০ আপডেট: : ২৮ জুলাই ২০২৫, ১৬:১৫

ঢাকা, ২৮ জুলাই, ২০২৫ (বসস): গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে চলাকালে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে তিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

যে তিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে তারা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম।

অন্য মামলায় গ্রেফতারের এই তিন আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হলে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠাতে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ আদেশ দেন। সেই তিন আসামিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়।

ট্রাইব্যুনালে আজ প্রসিকিউটসন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম শুনানি করেন।

গত বছরের ৪ আগস্ট লক্ষ্মীপুরে ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালান আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের গুলিতে চার শিক্ষার্থীসহ পাঁচজন নিহত হন। নিহতরা হলেন- আল আসাদ আফনান, সাব্বির হোসেন রাসেল, কাউসার হোসেন, ওসমান গণি ও মো. সুজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাইমের সেঞ্চুরিতে এগিয়ে রংপুর
আরিফুল-রনির সেঞ্চুরির পর রাকিবুলের বোলিংয়ে ভাল অবস্থায় ময়মনসিংহ
বাবা হারালেন ব্যারিস্টার সায়েম, তারেক রহমানের শোক
জুলাই গণঅভ্যুত্থানের পরও ছাত্রদলের নেতাকর্মীদের প্রাণ দিতে হয়েছে : নাছির
দুদকের রিমান্ডে আরামিট পিএলসির ৩ কর্মকর্তা
ক্যাম্পাস সাংবাদিকতায় গঠনমূলক ভূমিকার আহ্বান বেরোবি উপাচার্যের
পোলার আইসক্রীম সুপার সিক্স স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু
রাঙ্গামাটিতে বিএফডিসির প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করা হবে : ফরিদা আখতার
মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে একজন নিহতের ঘটনায় বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত : বাংলাফ্যাক্ট
এশিয়ান যুব গেমসে ব্রোঞ্জ জয়ী কাবাডি দলকে আইজিপি’র ১০ লাখ টাকা পুরস্কার
১০