অর্থ আত্মসাতের অভিযোগে ইলিয়াস মোল্লাসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৭:২৬
সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা। ছবি: ফেসবুক

ঢাকা, ২৮ জুলাই, ২০২৫ (বাসস): সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক ও বর্তমান চার কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

সরকারি জমি অবৈধভাবে দীর্ঘ ১৬ বছর দখলে রেখে ভাড়া আদায়ের মাধ্যমে ৩৭ কোটি ৪৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা দায়ের হয়েছে।

আজ দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান- দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

আসামিরা হলেন— ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী থেকে অবসরপ্রাপ্ত) ঢাকা ডিভিশন-১-এর সাবেক নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী প্রকৌশলী ও বর্তমানে সদস্য (প্রকৌশল ও সমন্বয় বিভাগ) কাজী মো. আবু হানিফ এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ঢাকা সার্কেলের সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী ও বর্তমানে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হারিজুর রহমান।

মামলায় অভিযোগ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে দায়িত্বে থেকে সরকারি জমি দখলে রাখতে সহায়তা করেছেন। ১ নং আসামি ইলিয়াস উদ্দিন মোল্লা দীর্ঘ ১৬ বছর ধরে মিরপুরের ঝিলপাড় এলাকার প্রায় সাত একর সরকারি জমি অবৈধভাবে ভোগদখলে রেখে সেখানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা থেকে ভাড়া আদায়ের মাধ্যমে ৩৭ কোটি ৪৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

এছাড়া সরকারি দায়িত্বে থাকা ২, ৩ ও ৪ নম্বর আসামিরা অর্পিত ক্ষমতার অপব্যবহার করে, সরকারের নির্দেশ অমান্য করে ইলিয়াস মোল্লাকে সুবিধা প্রদান করেছেন এবং তাকে শাস্তি থেকে রক্ষা করার অসৎ উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনা করেছেন।

দুদক বলেছে, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/২১৭/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। কমিশনের অনুমোদনক্রমে মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রামগতির সাথে হাতিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে লক্ষাধিক মানুষ
গাজায় নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস: হামাস কর্মকর্তা
অবৈধ গ্যাস: ৫ লাখ ৯০ হাজার টাকার জরিমানা আদায়
পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য প্রস্তুত জেলেনস্কি
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে : কয়ছর এম আহমদ
ট্রাম্প-ইউরোপীয় নেতাদের বৈঠক ঘিরে অপেক্ষা, শেয়ারবাজারে সামান্য পরিবর্তন
মাদারীপুরে ১৫ আগস্ট ৩ যুবলীগ কর্মী হত্যার মিথ্যা ভিডিও শনাক্ত বাংলাফ্যাক্টের
দাবি আদায়ে অনড় বেরোবি শিক্ষার্থীরা: ১০ কার্যদিবস সময় চাইলেন উপাচার্য
ইসরাইলি নিয়ন্ত্রণের কারণে মিশর সীমান্তে গাজামুখী ত্রাণবাহী ট্রাক আটকে গেছে: ত্রাণকর্মী
আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
১০