বাহার ও তার কন্যার ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকা ফ্রিজ করেছে সিআইডি

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ২৩:৪২ আপডেট: : ২৮ জুলাই ২০২৫, ২৩:৪৩

ঢাকা, ২৮ জুলাই,  ২০২৫ (বাসস) : আকম বাহাউদ্দিন বাহার ও তাহার কন্যা তাহসিন বাহার সুচনার সংঘবদ্ধভাবে প্রতারণা, জাল-জালিয়াত, কমিশন গ্রহণ, হুন্ডির মাধ্যমে অর্থ গ্রহনসহ বিভিন্ন দেশে অর্থ পাচার করায় ১৭টি ব্যাংকের ৫৩টি অ্যাকাউন্টের ১৭ কোটি, ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা ফ্রিজ করেছে সিআইডি। সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অভিযুক্ত আকম বাহাউদ্দিন বাহার, (সাবেক সংসদ সদস্য, কুমিল্লা-৬) এবং তাহার কন্যা তাহসিন বাহার সুচনা (সাবেক মেয়র, কুমিল্লা সিটি কর্পোরেশন) কর্তৃক সংঘবদ্ধভাবে প্রতারণা, জাল-জালিয়াত, কমিশন গ্রহণ, হুন্ডির মাধ্যমে অর্থ গ্রহণসহ বিভিন্ন দেশে অর্থ পাচার করেছে মর্মে তথ্য পাওয়ায় ১৭টি ব্যাংকের ৫৩টি অ্যাকাউন্টের ১৭কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা ফ্রিজ করা হয়েছে।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ঢাকার অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সিনিয়র স্পেশাল জজ (ঢাকা মহানগর দায়রা জজ আদালত) ব্যাংক অ্যাকাউন্টের উপর গত ৮ জুলাই  ফ্রিজ আদেশ প্রদান করেন। আকম বাহাউদ্দিন বাহার ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিআইডি, ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে অনুসন্ধান চলমান রয়েছে। এ সংক্রান্ত মানিলন্ডারিং আইনে দ্রুতই আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গ্রীন ডেল্টা ও রূপায়ন হাউজিংয়ে দুদকের অভিযান
গণঅভ্যুত্থানের অঙ্গীকার লঙ্ঘিত হলে জেনজি’রা আবার রাজপথে নামবে : মঞ্জু
সারাদেশে পুলিশের অভিযানে ১,৫০৭ জন গ্রেফতার 
বাহার ও তার কন্যার ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকা ফ্রিজ করেছে সিআইডি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালের ১৫টি মামলায় চার্জশিট
ঢাবিতে প্রথমবারের মতো হলভিত্তিক ‘জুলাই সেন্টার’-এর উদ্বোধন
জিয়াউর রহমান সাড়ে ৩ বছরে দেশে আমূল পরিবর্তন করেছিলেন : ফরহাদ হালিম ডোনার
কুমিল্লায় ছাত্রদের পুনরায় সংগঠিত হওয়ার দিন
নতুন সৌদি রাষ্ট্রদূতের সাথে মীর নাছিরের সৌজন্য সাক্ষাৎ
১০