বাহার ও তার কন্যার ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকা ফ্রিজ করেছে সিআইডি

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ২৩:৪২ আপডেট: : ২৮ জুলাই ২০২৫, ২৩:৪৩

ঢাকা, ২৮ জুলাই,  ২০২৫ (বাসস) : আকম বাহাউদ্দিন বাহার ও তাহার কন্যা তাহসিন বাহার সুচনার সংঘবদ্ধভাবে প্রতারণা, জাল-জালিয়াত, কমিশন গ্রহণ, হুন্ডির মাধ্যমে অর্থ গ্রহনসহ বিভিন্ন দেশে অর্থ পাচার করায় ১৭টি ব্যাংকের ৫৩টি অ্যাকাউন্টের ১৭ কোটি, ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা ফ্রিজ করেছে সিআইডি। সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অভিযুক্ত আকম বাহাউদ্দিন বাহার, (সাবেক সংসদ সদস্য, কুমিল্লা-৬) এবং তাহার কন্যা তাহসিন বাহার সুচনা (সাবেক মেয়র, কুমিল্লা সিটি কর্পোরেশন) কর্তৃক সংঘবদ্ধভাবে প্রতারণা, জাল-জালিয়াত, কমিশন গ্রহণ, হুন্ডির মাধ্যমে অর্থ গ্রহণসহ বিভিন্ন দেশে অর্থ পাচার করেছে মর্মে তথ্য পাওয়ায় ১৭টি ব্যাংকের ৫৩টি অ্যাকাউন্টের ১৭কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা ফ্রিজ করা হয়েছে।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ঢাকার অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সিনিয়র স্পেশাল জজ (ঢাকা মহানগর দায়রা জজ আদালত) ব্যাংক অ্যাকাউন্টের উপর গত ৮ জুলাই  ফ্রিজ আদেশ প্রদান করেন। আকম বাহাউদ্দিন বাহার ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিআইডি, ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে অনুসন্ধান চলমান রয়েছে। এ সংক্রান্ত মানিলন্ডারিং আইনে দ্রুতই আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশীয় খাদ্য-সংস্কৃতি ও প্রথাগত উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে : পরিবেশ উপদেষ্টা
নরসিংদীতে ভূমিকম্পে এক বৃদ্ধ নিহত
নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে শিশু নিহত 
আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র-জনতা: গোলাম পরওয়ার 
ভূমিকম্প প্রতিরোধে এখনই জরুরি ভিত্তিতে করণীয় ঠিক করা উচিত : জাহিদ
ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
লিগ্যাল এইড-এর মাধ্যমে শ্রমিকদের জন্য ৬ কোটি ৬৩ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়
অনলাইনে অর্থ আত্মসাৎ চক্রের ২ সদস্য গ্রেফতার
ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে আমরা গভীরভাবে মর্মাহত: বিএনপি মহাসচিব
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ
১০