প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়ে নির্বাচন হবে বলে আশা করছেন মির্জা ফখরুল

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ২১:০৯
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৯ জুলাই, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন যে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুত সময়েই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।  

আজ মঙ্গলবার বিকেলে 'জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন' শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রে কিছু মতবিরোধ থাকবেই। কিন্তু সামান্য বিরোধকে বড় করে জাতির মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে।

জুলাই গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় সংস্কার দ্রুত হোক সেই দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, তবে রাষ্ট্রের গভীর থেকে সংস্কার করতে হবে, নইলে আবার স্বৈরাচার ফিরে আসবে।

দ্রুতই জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করা খুবই জরুরি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘একটা বিষয় আমাদের সবার মনে রাখা প্রয়োজন। জনগণের প্রতিনিধিত্বসম্পন্ন একটা সরকার খুবই জরুরি। আমরা আশা করছি, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী সঠিক সময়েই অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে।’

জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, আমাদের পুনর্জন্মের মাস উল্লেখ করে ফখরুল বলেন, ‘ভবিষ্যতের এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে আমাদের তরুণরা সহযোগিতা করবেন, যে বাংলাদেশে সত্যিকার অর্থেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। মানুষ তার অধিকার নিয়ে একটা কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করতে পারবে এবং আমাদের শিশুদের আর এভাবে প্রাণ দিতে হবে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্কবিষয়ক বৈঠক চলছে
ডাকসু, রাকসু ও জাকসু নির্বাচনের তফসিল ঘোষণায় প্রশাসনকে শিবিরের ধন্যবাদ
কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ ও পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি
ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান
৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেনের সমাপনী ও পুরস্কার বিতরণ
আগামী ৩ কার্যদিবসে দপ্তর সমূহে ওয়েবসাইট না থাকার ব্যাখা চেয়েছে মাউশি
পাবনায় রাইস এজেন্সির মালিকের কাছে চাঁদা দাবি, আটক ২
২৮ জুলাই ঐকমত্য কমিশনের সংলাপের সময় অগ্নিকাণ্ডের কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ‘ড্র’ ৩১ জুলাই
পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র হতেই হবে : নাহিদ ইসলাম
১০